আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে শিশু অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি ময়মনসিংহ ভালুকায় গ্রেফতার

মো: সারোয়ার জাহান বিশেষ প্রতিনিধি
৩০ এপ্রিল আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার শিশু অপহরণ মামলার ১৪ বছরের সাজাপ্রাপ্ত আসামি আবু বাক্কারকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪। কিশোরগঞ্জ ক্যাম্পের র‍্যাব-১৪ ময়মনসিংহের ভালুকা উপজেলার মাস্টার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।আবু বাক্কার করিমগঞ্জ থানার গুজাদিয়া টামনী ইসলামপুর গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে।
 র‌্যাব জানায়, ২০০৭ সালের ২২ ডিসেম্বর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানাধীন গুজাদিয়া টামনী ইসলামপুর এলাকা থেকে একটি শিশুকে অপহরণ করে পালানোর সময় কিশোরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে আবু বাক্কারকে গ্রেপ্তার করা হয়। ঘটনার পরদিন ২৩ ডিসেম্বর জামাল উদ্দিন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) -এর ৭ ধারায় করিমগঞ্জ থানায় একটি অপহরণ মামলা করেন।এরপর আসামি জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যায়। আসামি পলাতক থাকাবস্থায় আদালত মামলাটির বিচার প্রক্রিয়া শেষে আসামিকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ছয় মাস কারাদণ্ড দেন।
র‍্যাবের কোম্পানী কমান্ডার মেজর মো: শাহরিয়ার মাহমুদ খান জানান, আদালতের রায়ের পর দীর্ঘদিন ধরে আসামি আবু বাক্কার পলাতক ছিলেন। সম্প্রতি তার অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে আসামির অবস্থান নিশ্চিত করা হয়।
জিজ্ঞাসাবাদে আসামি জানিয়েছে, সাজা থেকে বাঁচতে কিশোরগঞ্জ ছেড়ে দেশের বিভিন্ন জায়গায় দীর্ঘ ১৫ বছর পালিয়ে বেড়িয়েছে।
র‌্যাব-১৪ কোম্পানি কমান্ডার শাহরিয়ার মাহমুদ খান আরও জানান, আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য করিমগঞ্জ থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category