মো: সারোয়ার জাহান বিশেষ প্রতিনিধি
স্বাধীনতা একাডেমি ফাউন্ডেশন কর্তৃক ৮ মে মুজিব নগর দিবস উদযাপন উপলক্ষে “স্মার্ট বাংলাদেশ ” শীর্ষক আলোচনা সভায় সোমবার বিকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদসহ কিছু গুনীজনদের সংবর্ধনা দেয়া হয়। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ(আইইবি) সেমিনার হলে আলোচনা ও সংবর্ধনা অনুষ্ঠানটি হয়।
আইইবির সাবেক সভাপতি ও গণপূর্ত অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী বীর মুক্তিযোদ্ধা মো. কবির আহমেদ ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ডিবি প্রধান হারুনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফফর হোসেন পল্টু ও প্রকৌশলী কবির আহমেদ ভূঞা।
Leave a Reply