সাহিত্য কলাম/স্বরচিত কবিতা
গরম ভালোনা শীত ভালা
শাসন-বিরোধী সর্ব দলেই
ভিন্ন রকম জ্বালা ।
তার চাইতে সইতে পারি
রবির তাপে ভিজে
যেমন করে মেঘের জলে
ভিজি ইচ্ছা নিজে।
মজুর যেমন রৌদ্র-খরায়
পায়না তাদের চাপ
শত ডিগ্রী কিরণ হলেও
সহ্য তাদের ভাপ !
যেমন করে টিকে আছে
তেলাপোকাদের জাত
তা নাহলে ধরতে হবে
বিলীন প্রাণির হাত ।
চমৎকার রচনা!বেশ ভালো লাগলো।
অনেক অনেক ধন্যবাদ