গান কবিতা, ছড়া,কৌতুক ও আলোচনার মাধ্যমে প্রাণবন্ত হয়ে ওঠছিলো ভোরের আলো সাহিত্য আসরের ১২৫১তম সভাটি।
আজ ৩০মে-২০২৫ (শুক্রবার) সকাল ৯টায় কিশোরগঞ্জ থানা মার্কেটস্থ মডার্ন ডেন্টালে এই আসরটি চলছিলো।
এতে সভাপতিত্ব করেন কবি ও সাবেক ব্যাংকার মো: মোতাহের হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোরের আলোর প্রধান পৃষ্ঠপোষক বিআরডিবির পরিচালক কবি মো: নিজাম উদ্দিন।
Leave a Reply