রেজাউল হাবিব রেজা
জায়গা সংক্রান্ত বিরোধের সূত্র ধরে আজ শুক্রবার সকাল সাড়ে ৯ ঘটিকায় হারুয়া বাঘা বাড়ি মোড় এলাকায় এক সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।তারা হলেন মো: জামাল উদ্দিন(৬০),বাবুল মিয়া(৫৮),কাবুল মিয়া(৫৫),রেহেনা বেগম(৫০),মুক্তা আক্তার(২৬)।
আহত জামাল উদ্দিন জানান,”আক্রমণকারী আব্দুর জব্বার তার আত্মীয়-স্বজন ও গুন্ডাবাহিনী নিয়ে তার বাসায় আক্রমণ করে। শুরুতে তারা বাসার বাউন্ডারি ভাংচুর করে।তারপর জায়গা দখলের জন্য পরিকল্পিতভাবে রাখা রাস্তার পাশে চাল,বেড়া স্থাপন করার চেষ্টা করে। এই পরিস্থিতিতে বাসার লোকজন বের হলে তাদের উপর আব্দুল জব্বার ও তার গুন্ডাবাহিনী দেশিয় অস্ত্রশস্ত্র দ্বারা হামলা চালায়। এতে ৬ জন আহত হয়। এই নৃশংস নারকীয় ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন আহত জামাল উদ্দিন ।”
তিনি আরো বলেন, আক্রমনকারী আঃ জব্বারের নামে ১৪৪ ও ১৪৫ ধারায় আহত কাবুল মিয়ার দাখিল করা একটি মামলা ও আহত জামাল উদ্দিনের দাখিল করা একটি জিডিও আছে থানায়।
কিশোরগঞ্জ মডেল থানার এসআই কামাল উদ্দিন ও ফজলুর রহমানের উপস্থিতিতে তাৎক্ষণিকভাবে আব্দুল জব্বারকে গ্রেফতার করা হয়। সর্বশেষ তথ্য মতে, আহত ব্যাক্তিগণ কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।
রিপোর্ট লেখা পর্যন্ত তথ্যে জানা গেছে, গ্রেফতারকৃত ব্যক্তি আবদুল জব্বারকে ছেড়ে দেয়া হয়েছে। অপরদিকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আহত মোঃ কাবুল মিয়া সহ অন্যান্য জখমীরা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সুধী মহলের ভাষ্যমতে বলা হচ্ছে, জায়গার ওপর ১৪৪ ধারা বিদ্যমান থাকা সত্ত্বেও আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করেছে আঃ জব্বার গং। প্রকাশ্যে অস্ত্র নিয়ে এমন মহড়া জানা ও থানা প্রশাসনের দায়িত্বশীল বর্গ জখমীর রক্তাক্ত কাটা অবস্থা প্রত্যক্ষ করা সত্ত্বেও কী করে গ্রেফতারকৃত জব্বার ছাড়া পায় তা সবার ভাবনায় দোল খাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখা দরকার।
Leave a Reply