সাহিত্য কলাম/স্বরচিত কবিতা
এক আত্মার দুটি প্রাণ
মা আর সন্তান
সৃষ্ট জীবন বাঁকে
ধৈর্য-ত্যাগের সেরা মাকে ডাকে।
মা হলেন একমাত্র_
দেখা বিশ্বাসের পাত্র
যেখান থেকে আসে সকল প্রাণ
সৃষ্টি নামের সেরা সু-ঘ্রাণ।
তাহা ছাড়া দৃশ্য মানবকূল
পাখি কিবা পশু দানবকূল
মরার পর কোথায় হবে বাড়ি
বিশ্বাস নামের চড়ে জীবনগাড়ি।
Leave a Reply