কিশোরগঞ্জের হয়বতনগর সৈয়দ ফজলুল বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে Hand painting এর ওপরে ৭দিন ব্যাপি এক প্রশিক্ষন কর্মসূচি শুরু হয়েছে।
আজ ১৮মে, বৃহস্পতিবার বেলা ২ঘটিকায় এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। এতে যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার সহকারি কর্মকর্তা ও কোর্স কো-অর্ডিনেটর মোঃ ছিদ্দিকুর রহমান উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন সাংবাদিক রেজাউল হাবিব রেজা। তাছাড়া উপস্থিত থেকে সংশ্লিষ্ট বিষয়সমূহ তুলে ধরেন ৭দিনব্যাপি কর্মশালার বিশিষ্ট সংগঠক ও প্রশিক্ষক তথা সৃষ্টিশীল কাজের উদ্যোক্তা শেখ সোমা। প্রশিক্ষণ কর্মশালটি ১৮মে শুরু হয়ে ২৪মে পর্যন্ত চলবে। এতে ৩০জন প্রশিক্ষনার্থী উক্ত কর্মশালায় অংশগ্রহণ করে।
সূচনালগ্নে প্রথম দিনে বিশেষ অতিথি হিসেবে প্রেরণামূলক বক্তব্য রাখেন মোঃ রেজাউল হাবিব রেজা।
৭দিনের কর্মশালার সংক্ষিপ্ত রূপরেখা উপস্থাপন করেন এ প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক শেখ সোমা। প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন যুব উন্নয়ন অধিদপ্তর কিশোরগঞ্জ উপজেলা শাখার সহকারি অফিসার মোঃ ছিদ্দিকুর রহমান।
তাছাড়া এলাকার গণ্যমান্য বিশেষ করে সৈয়দ ফজলুল বারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি উপস্থিত থেকে প্রথমদিনের HAND PANTING কর্মসূচির সমাপ্ত ঘোষণা করেন।
Leave a Reply