“””””””””””স্বরচিত কবিতা
অভাব রোগে সাফল্য আসে
দারিদ্রতা করে দূর
পাহাড় চূড়ায় পিপাসা যেমন__
আরোহণে সুমধুর ।
লক্ষ্য হলে অতি সহজ
মূল্য কি আর পায়
নরম ঘাস সেও দেখো
মাটি চিরে গজায়।
সাধারণ ঘরের ছেলে-মেয়েই
অধিক দেখো হয় বড় !
অভাব তাদের মানুষ গড়ে
ইতিহাস টি যদি পড় !
Leave a Reply