সাহিত্য/স্বরচিত কবিতা/ জিয়াউর রহমান
এমন যদি হতো !
ভদ্র লোকের পুরনো জামায়
কষ্ট হত দূর,
দুরারোগ্য ব্যাধি যত
গায়ে দিলে মুক্তি পেতো
সমাজ ঘরে তাদের তরে
আসতো নতুন ভোর !
এমন যদি হতো !
লুটেরাদল হেঁটে গেলে
পঁচা গন্ধ ছড়ে
মাতাল যেমন থাকলে পাশে
গন্ধ হাওয়ায় মিশে
সমাজ ঘরে তাদের তরে
থাকতো মেপে দূরে !
এমন যদি হতো !
ঘুষের টাকায় খাবার খেলে
হেঁচকি দিত বেশ,
পেটে যেমন পীঁড়া হলে
শৌচাগারে বহির্স্থলে
সমাজ ঘরে তাদের তরে
হইতো ঘৃণা পেশ।
এমন যদি হতো!
অহঙ্কারি মানুষগুলো
সদাই হোঁচট খেতো,
বৃদ্ধদ্বারে লাঠি ধরে
তবুও যেমন আছড়ে পরে
সমাজ ঘরে তাদের তরে
কঠিন শিক্ষা পেতো !
Leave a Reply