আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

মহিনন্দে পারিবারিক অনৈতিক কর্মের প্রতিবাদ করায় বাবাকর্তৃক ছেলের গলার রগ কর্তন ও পিঠে লম্বা কাটা জখম। বাবা এখন পুলিশ হেফাজতে ।।

ভোরের আলো ডেস্কঃ

মহিনন্দ ইউনিয়নের হাজরাদী এলাকায় বাবা ছেলের গলায় ব্লেড দিয়ে জখম করার পর বাবাকে জনতা পুলিশে সোপর্দ করে। ছেলের অবস্থা আশঙ্কাজনক। তাকে ময়মনসিংহের চরপাড়া হাসপাতালে নেওয়া হয়েছে। সকাল আনুমানিক ৯:৩০ ঘটিকায় এ ঘটনা ঘটেছে। বাবার নাম দানিছ মিয়া (৪৫)।

আহত ছেলের নাম  রাব্বি আহমেদ (২২)।

মহিনন্দ ইউনিয়নের হাজরাদী এলাকায় এ ঘটনাটি ঘটলে উপস্থিত জনতা কিশোরগঞ্জ মডেল থানার পুলিশকে খবর দেয় এবং ভবঘুরে উম্মাদ বাবাকে ধরিয়ে দেয়। ছেলে বর্তমানে ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অপারেশন চলমান আছে। গলার শিরা কাটা গেছে বলে সঙ্গীয়রা জানিয়েছেন।

ছেলে  রাব্বি আহমেদ ইলেক্ট্রনিক মিস্ত্রীর কাজ করে জীবিকা নির্বাহ করে আর তার
বাবা মাতাল ও ভবঘুরে অবস্থায় দিন অতিবাহিত করে। বাপ-পুত্রের মধ্যেই প্রায়ই ঝগড়া-ঝাটি লেগে থাকতো। বাবা এক অসামাজিক লোক বিধায় ছেলে এর প্রতিবাদমুখর থাকতো।

ঘটনার সূত্র যতটুকু জানা যায়, আজ সকাল সাড়ে ৯ঘটিকায় বাবা দানিছ মিয়ার এক অনৈতিক আচরণে ক্ষুব্দ হয় ছেলে। এতে প্রতিবাদ করলে ছেলের গলায় ব্লেড দিয়ে রগ কেটে দেয়। এতে রক্তাক্ত হলে উপস্থিত লোকজন পুলিশে খবর দিয়ে তাদের হাতে সোপর্দ করে অরূচির এই বাবাকে। আর ছেলেকে দ্রুত ময়মনসিংহ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category