আজ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ভোরের আলো সাহিত্য আসরের ৮১৫তম সভা অনুষ্ঠিত হয়েছে গুরুদয়াল কলেজ প্রাঙ্গণে।

  • আনোয়ার সিরাজী

ভোরের আলো স্টাফ ঃ

আজ ০২জুন ২০২৩ ইং রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকায় ভোরের আলো সাহিত্য আসরের ৮১৫ তম সভা অনুষ্ঠিত হয়েছে। গুরু দয়াল কলেজ মাঠে কৃষ্ণচুড়ার লালাভ ও সবুজাভ মনকাড়া পরিবেশে এই আসরটি অনুষ্ঠিত হয়।কবিতা, গান, ও আলোচনার মাধ্যমে স্মৃতি ব্যানার তৈরীর লক্ষে ২য় পর্বের অনুষ্টানের সভাপতিত্ব করেন, সংগঠন এর সভাপতি নাট্যকার মোঃ আজিজুর রহমান।

ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,৭১ এর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আকন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই জেলা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ শফিক কবির, আজিজমুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক মোঃ ফারুকুজ্জামান,জঙ্গলবাড়ির বিশিষ্ট কবি ও লেখক মোঃ মাসুম, ভোরের আলো বিডিডটকম এর স্টাফ সাংবাদিক মোঃ সারোয়ার জাহান, ১ নং কাদিরজঙ্গল ইউনিয়ন’র  মানবতার ডাক সামাজিক সংগঠন এর সাধারণ সম্পাদক শিল্পী আনোয়ার সিরাজী। ১০ সিনেমায়  অভিনয়কারী শিল্পী মোঃ মাজহারুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তর করিমগঞ্জ শাখার প্রশিক্ষক আব্দুল জলিল,ভোরের আলো সাহিত্য আসরের সহকারি প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী মোঃ জহিরুল হাসান রুবেল,কিশোরগঞ্জ জেলা মানবাধিকার নেত্রী মির্জা মাহবুবা বেগ মৌসুমি, বিশিষ্ট নারী উদ্যোক্তা শেখ সুমা,গীতিকার কবি ও ছড়াকার মুর্তুজা জামাল,শিল্পী মোঃ হামিদুর রহমান হামিদ,শিল্পী রাখাল চন্দ্র দাস, ও নবাগত অতিথি আফরিন সুলতানা সহ আরও অনেকেই।

এ অনুষ্ঠানটি প্রানবন্ত হয়েছিল কবি, সাহিত্যিক,ছড়াকার, অভিনয়কারী, নাট্যকার এর সমন্নয়ে এক বিপুল সমারোহে।রসসিঞ্চনের মৃৃূর্ছনায় আবেগতাড়িত হয়েছিল সকল উপস্থিতি।এ অনুষ্ঠানে ঢাকা থেকে খোঁজ খবর নেন ১ নং কাদিরজঙ্গল ইউনিয়ন মানবতার ডাক সামাজিক সংগঠন এর সভাপতি মোঃ ইমদাদুল হামিদ। 

সভাশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন সংগঠন এর সভাপতি নাট্যকার আজিজুর রহমান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category