আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে চোর চক্রের প্রধান সবুজ সহ আরো চারজন গ্রেফতার

ভোরের আলো ডেস্ক

ময়মনসিংহে চোরাই গরুসহ ৫ গরু চোরকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

৩১মে গত বুধবার কিশোরগঞ্জ ও গাজিপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের রাজিব হাসান সবুজ(৩০),একই জেলার হোসেনপুরের দীন ইসলাম(২৮),ময়মনসিংহের হালুয়াঘাট এলাকার কাইয়ুম(৪২),নেত্রকোনা জেলার দূর্গাপুরের খায়রুল ইসলাম(২২),গাজীপুরের কাপাসিয়া এলাকার নাহিদ হোসেন(২৫)।
গ্রেফতাররা পিকআপ নিয়ে বিভিন্ন জেলায় গরু চুরি ও ডাকাতি করতেন। তাদের নামে দেশের বিভিন্ন থানায় গরু চুরি, ডাকাতি ও মাদকের ১৫টি মামলা রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁঞা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সোমবার (২৯ মে) গভীর রাতে জেলার ভালুকা উপজেলার বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্টে ডেইরি ফার্মের দেওয়াল ভেঙে ১০টি গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পরদিন ভালুকা মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন বেলেজিং ইনভেস্টমেন্ট প্রজেক্টের কেয়ারটেকার আলাল উদ্দিন। ওই মামলায় বুধবার (৩১ মে) জামালপুর, কিশোরগঞ্জ, বগুড়া, গাজীপুরের কাপাসিয়া ও ময়মনসিংহের ভালুকায় পৃথক অভিযান চালিয়ে চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ।

পুলিশ সুপার মাসুম আহমেদ ভুঁঞা জানান, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তারা সবাই চোর চক্রের সক্রিয় সদস্য। সংঘবদ্ধভাবে তারা দেশের বিভিন্ন এলাকায় পূর্বপরিকল্পিতভাবে চুরি করে আসছে।

তিনি আরও জানান, ভালুকায় চুরিতে নেতৃত্বদানকারী রাজীব হাসান সবুজ ঘটনার দুদিন আগে একটি গরু চুরি মামলায় কিশোরগঞ্জ আদালত থেকে জামিনে ছাড়া পান।

উক্ত ঘটনায় সারাদেশের সুশীল সমাজ হতবাক। সুশীল সমাজের প্রতিনিধিরা ভাবছেন,এই চোর চক্রের পিছনে বিভিন্ন মদতদানকারী থাকতে পারে।এজন্য তারা প্রশাসনের কাছে সঠিক তদন্তের জন্য জোর দাবি জানাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category