কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় সড়ক দুর্ঘটনায় হোসাইন (১৩) নামে এক প্রতিবন্ধী স্কুলছাত্র নিহত হয়েছে।
আহত হয়েছে হাসান (১৩) নামে তার জমজ ভাই। তারা দুই ভাই বাইসাইকেল চালিয়ে পরীক্ষা দেয়ার জন্য স্কুলে যাচ্ছিল।
বোধবার (১৪ জুন) সকালে উপজেলার কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
হোসাইন এবং হাসান উপজেলার আদর্শপাড়া গ্রামের আনোয়ার হোসেনের জমজ ছেলে এবং কালিয়াচাপড়া চিনিকল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী।
নিহত হোসাইন কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে আছে। এবং গুরুতর আহত ভাই হাসানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকাল প্রায় সাড়ে নয়টার সময় হোসাইন ও হাসান বাইসাইকেল যোগে পরীক্ষা দিতে আসতেছিল। এ সময় দ্রুতগামী একটি প্রাইভেট কার তাদের বাইসাইকেলে ধাক্কা দেয়।
এতে মাথায় আঘাত পেয়ে হোসাইন ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং তার জমজ ভাই হাসান গুরুতর আহত অবস্থায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।
কটিয়াদি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (হাইওয়ে ওসি) মো. নজরুল ইসলাম স্বদেশ প্রতিদিনকে বলেন, একটি প্রাইভেটকার বাইসাকেলকে ধাক্কা দিলে একজন মারা যায় আরেকজনকে হাসপাতালে প্রেরণ করা হয়। ঘটনাস্থল থেকে গাড়ি রেখে ড্রাইভার পালিলে যায় এবং আমরা প্রাইভেটকারটি জব্দ করি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
Leave a Reply