সাহিত্য/স্বরচিত কবিতা
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি
মুখেই শুধু কয়
মনের ভাষা নয় ।
নিজে বড় হতে চেয়ে
দেশকে মোরা বেঁচি
সোনার ছেলে নষ্ট আজি
জীবাণু ধরা ক্যাঁচি।
নিজের দেশের পণ্য রেখে
পরের পণ্য খুঁজি
অমোক দেশের জিনিস সেরা
নীতির সেরাও বুঝি।
চিংড়ি মাছে জেলি ভরি
চালে মিশাই পাথর
মরিচ গুঁড়ায় রঙ মিশিয়ে
লেবাস সাধুর আতর।
দুষের কথা নাইবা বলি
রক্ষা করি মান
ভালোবাসি মুখে নয়
অন্তর করি দান।
দেশের হাল ধরি সবে
ধরি একতা বেশ
একাত্তরে যেমন গড়ে
বাংলা নামের দেশ।
Leave a Reply