আজ ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

একাত্তর টিভি, দৈনিক মানবজমিন ও টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমের হত্যাকান্ড ঘটনায় ফাঁসির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন

ভোরের আলো বিডি ডেস্কঃ

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের হত্যাকান্ডের গুরুদয়াল কলেজের সামনে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
একাত্তর টিভি, দৈনিক মানবজীবন ও টোয়েন্টি ফোর ডটকম এর প্রতিনিধি গোলাম রাব্বানীর হত্যাকান্ডে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করে জাতীয় সাংবাদিক সংস্থা জেলা ইউনিট কিশোরগঞ্জ ও ভোরের আলো সাহিত্য আসর কিশোরগঞ্জ এর যৌথ উদ্যোগে।
আজ ২৩জুন-২০২৩ শুক্রবার সকাল ১১ঘটিকায় গুরুদয়াল কলেজের গেইটের সম্মূখে ঘন্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের ভাইসচেয়ারম্যান রেজাউল হাবিব রেজার নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন নিউজক্যাসেল বিডি ডটকমের সম্পাদক মোঃ আজিজুর রহমান, সাংবাদিক সংস্থার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা এম এ মতিন আকন্দ, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার ক্রাইম রিপোর্টার মোঃ কামাল হোসেন মজুমদার, সাংবাদিক সংস্থা বটতলা ইউনিটের সভাপতি এম এ হালিম তালুকদার, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান খান মিলন, সাংবাদিক নিউজ সেভেননটিন বিডি ডটকমের সম্পাদক ও প্রকাশক হাজী আবুসাঈদ, সাংবাদিক পুলক কিশোর গুপ্ত, সংবাদকর্মী সারোয়ার জাহান, শিল্পী জহিরুল হাসান রুবেল, শিল্পী রাখাল চন্দ্র দাস, শিল্পী ও গীতিকার সুবর্না দেবনাথ, সংবাদকর্মী আনোয়ার উদ্দিন ওরফে আনোয়ার সিরাজী, শিল্পী ও গীতিকার প্রশান্ত কুমার বিশ্বাস, নারী নেত্রী মির্জা মাহবুবা বেগ মৌসুমী, কবি ও গীতিকার মর্তুজা জামাল প্রমুখ।
সাংবাদিক মাত্রই লেখক। সে হিসেবে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম একজন লেখক বটে। নিউজের কারিশমায় নিপুণ তুলিতে যেন সাজানো হতো তার তথ্য-বার্তা। সত্যের অবগাহন করে পুত ও পবিত্র খবরাদি চাউর করতেন তার অনুসন্ধানী রিপোর্টে। প্রতিটি লেখায় প্রতিধ্বনিত হতো” ঃহিতের সাথে যা কিছু বিদ্যমান, তাই সাহিত্য ” বলে যৌক্তিক সংজ্ঞায়। কিন্তু কী জানি কি সমস্যায় সাহিত্য সংস্কৃতি সমাজ এতটা সোচ্চার হয়নি লেখক নাদিম হত্যার বিষয়ে। তবে কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে একাত্মতা ঘোষণা করে কন্ঠমিলাতেই এই প্রতিবাদী মানববন্ধনে আজ যুক্ত হয়েছে কিশোরগঞ্জের প্রথমশ্রেণির সাংস্কৃতিক কর্মীরা একই সাথে কবি -ছড়াকার ও সাহিত্যিকগণও এই নৃশংস হত্যাকান্ডের প্রতিবাদে জাতীয় সাংবাদিক সংস্থার মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে ভোরের আলো সাহওত্য আসর নামে মুক্তিযুদ্ধের পক্ষের সাহিত্য সংগঠন ভোরের আলো সাহিত্য আসর। এভাবে যদি সাংবাদিক নাদিমকে একজন লেখক হিসেবে বিবেচনা করে সাহিত্য সমাজ জেগে ওঠে তাহলে এ বাংলাদেশে লেখক ও সাংবাদিকদের মধ্যে ইস্পাত-দৃঢ় ঐক্য গড়ে ওঠতপ পারে। ফলে ধ্বংস হতে পারে অশুভ শক্তি। ত্বরান্বিত হতে পারে এমন নৃশংস হত্যাকান্ডের উপযুক্ত বিচারের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category