মো: সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলাবাসীর এক সুবিশাল অনলাইন প্লাটফর্ম ‘হৃদয়ে করিমগঞ্জ’ এর গঠনতন্ত্র প্রণয়ন সংক্রান্ত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ জুলাই) বিকাল ৪টায় করিমগঞ্জ সরকারি কলেজ মিলনায়তনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
করিমগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সংগঠনের সভাপতি মুক্তার হোসেন আমেরিকা থেকে ও সাধারণ সম্পাদক দেলোয়ার শেখ কুয়েত থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
কিরাটন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা নূরুল আমিন, দেহুন্দা ইউপি চেয়ারম্যান এমএ হানিফ, কিরাটন ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও জাফরাবাদ সাবেক ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন ফকির মিলন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কামরুজ্জামান রিপনের সঞ্চালনায় অনলাইন একটিভিস্টদের মধ্যে এম জহিরুল ইসলাম, মশিউর রহমান বাবুল, তৌহিদুল ইসলাম উজ্জ্বল, সারোয়ার হোসেন মামুন, প্রভাষক আনিসুর রহমান, আনোয়ার সিরাজী, মাওলানা শহিদুল্লাহ, রফিকুল ইসলাম, আল ইমরান, মশিউর রহমান মিশুক, হিরন মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ খসড়া গঠনতন্ত্রের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, পর্যালোচনা করেন। তারা কিছু কিছু বিষয়ে সুনির্দিষ্ট সংযোজন-বিয়োজনের প্রস্তাব করেন।
পারফরম্যান্স বিবেচনায় হৃদয়ে দেহুন্দা গ্রুফ এডমিন মশিউর রহমান বাবুল ও মোঃ বায়েজীদ হুসাইন রুবেল দুইজন সেরা ‘অনলাইন একটিভিস্ট’ নির্বাচিত হয়েছেন।
সংগঠন কে মানবিক ও সামাজিক কাজে সম্পৃক্ত করার জন্য বিশেষ অতিথিগণ পরামর্শ দেন। প্রতিষ্ঠার ৩ বছরেও সাংগঠনিক কার্যক্রমের পূর্ণতা না পাওয়ায় অনেকেই হতাশা ব্যক্ত করেন।
সভায় বক্তাগণ শুধু ভার্চুয়াল কথোপকথনে নিজেদের সীমাবদ্ধ না রেখে করিমগঞ্জ কে হৃদয়ে ধারন করে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতামূলক কার্যক্রমে উদ্যোগ নেওয়ার প্রস্তাব করেন।
Leave a Reply