“”””””””””””‘”‘”””””””””‘””””””””””সেবা করতে গিয়ে নিজের প্রাণ চলে যাওয়া মানে বড়ই মর্মান্তিক। সেবা মানে অপরের প্রাণ রক্ষায় পানিতে ঝাঁপিয়ে পড়া ও নিজের প্রাণবায়ু ত্যাগ হবার ঘটনা ঘটেছে।
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে ডুবে যাওয়া এক নৌকার যাত্রীদের উদ্ধার করতে গিয়ে পানিতে তলিয়ে সাবিকুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সাবিকুল ইসলাম উপজেলার আদমপুর ইউনিয়নের বড়াগীরকান্দি গ্রামের আব্দুর রহিমের ছেলে।
সোমবার (১০ জুলাই) সন্ধার দিকে হাওরের ভাতশালা সেতুর নীচ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কিশোরগঞ্জ স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে উপজেলার কাকুরিয়া থেকে একটি ডিঙ্গী নৌকায় অষ্টগ্রাম উপজেলার সাপান্ত গ্রামের একই পরিবারের ৭ জন লোক সহ ১টি গরু ও কিছু লাকরি নিয়ে বোয়ালিয়া গ্রামে আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। নৌকাটি ভাতশালা সেতুর নীচে প্রবল স্রোতে যাত্রীসহ উল্টে যায়। এ সময় সাবিকুল তার বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে করে সেতুর উপর দিয়ে যাচ্ছিলেন। নৌকাটি ডুবতে দেখে তিনি বন্ধুদের কাছে মোবাইল ফোন রেখে হাওরে নেমে পড়েন।
অষ্টগ্রাম থানার ওসি মুর্শেদ জামান সাংবাদিকদের বলেন,সাবিকুল একে একে দুই শিশুকে উদ্ধার করেন। পরে একপর্যায়ে তিনি নিজেই পানিতে তলিয়ে যান। নৌকার অন্য যাত্রীরা সবাই পাড়ে উঠে আসেন।
অষ্টগ্রাম ফায়ার সার্ভিসের অধিনায়ক কবির আহম্মেদ ভূঁইয়া বলেন, দুপুরে নৌ- দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং ডুবুরিরা আসার পর উদ্ধারকাজ শুরু হয়। সন্ধ্যায় মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply