আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলী রানী দাস এর বিদায় সংবর্ধনা

মো: সারোয়ার জাহান/ বিশেষ সংবাদদাতা

হারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জলী রানী দাস এর অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা।
আজ ১৩ জুলাই (বৃহস্পতিবার) নিজ ক্যাম্পাসে ম্যানেজিং কমিটি ও শিক্ষকবৃন্দের আয়োজনে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

সহিদুল হক লাভলুর সভাপতিত্বে তাহসান তামীম তক্বীর কোরআন তিলাওয়াত ও এয়ী রানী নাল এর গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরুর পরপরই স্বাগত বক্তব্য দেন স্কুলের শিক্ষক দিলরুবা পারভিন। স্কুলের পক্ষ হতে মানপত্র পাঠ করেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলরুবা আক্তার।  ছাত্রছাত্রীদের পক্ষ হতে বক্তব্য রাখেন রামিস নাওয়ার ইচ্ছে। পরে শিক্ষক রাফেজা আক্তারের সুন্দর উপস্থাপনায়
ধারাবাহিকভাবে স্মৃতি বিজড়িত ও শিক্ষামূলক বক্তব্য দেন প্রফেসর রবীন্দ্রনাথ চৌধুরী, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: এমদাদুল হক,বীরমুক্তিযোদ্ধা মো: নিজাম উদ্দিন, জমিদাতা ফকির মো: মাহতাব উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক রেজাউল হাবিব রেজা প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক (খণ্ডকালীন) মো: সারোয়ার জাহান, কামরুন্নাহার, রামিস নাওয়ারসহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বিদায়ী ভাষণে অঞ্জলী রাণী দাস বলেন,প্রিয় শিক্ষার্থীবৃন্দ,সবকিছু পিছনে ফেলে তোমরা দূর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাও। তোমরাই আগামীদিনের ভবিষ্যত।এখান থেকে পড়াশোনা করে তেমরা একদিন ডাক্তার,ইঞ্জিনিয়ার, শিক্ষক,আইনজীবী ও রাষ্ট্র পরিচালনায় নিয়োজিত হবে। 

 তিনি আরো বলেন- “আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত, আমি আমার কর্মজীবনে ভালো মনের সহকর্মী পেয়েছিলাম। আমার কথা তারা অক্ষরে অক্ষরে পালন করেছে।আমি তাদের কাছে চির কৃতজ্ঞ।তাছাড়া, ম্যানেজিং কমিটির সভাপতি সহিদুল হল লাভলু আমাকে অত্যন্ত শ্রদ্ধা করতো।সে সর্বদাই বিভিন্ন কাজে আমাকে সাহায্য করেছে।

তার ভাষণের পরপরই ম্যানেজিং কমিটি, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে অঞ্জলী রানী দাস ও তার স্বামী প্রফেসর রবীন্দ্র চৌধুরীকে বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।

পরিশেষে অনুষ্ঠানের ও ম্যানেজিং কমিটির সভাপতি সহিদুল হক লাভলুর সমাপনি বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category