কিশোরগঞ্জে জেলা সড়ক পরিবহন সমিতির নির্বাচন অনুষ্ঠিত।
এ নির্বাচনে সভাপতি পদে হেলাল উদ্দিন মানিক ও সাধারণ সম্পাদক পদে আলমগীর মুরাদ রেজা নির্বাচিত হয়েছেন।
সোমবার শহরের একটি কমিউনিটি সেন্টারে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ৩১ পদের বিপরীতে দুটি প্যানেলে ৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে হেলাল উদ্দিন মানিক-আলমগীর মুরাদ রেজা প্যানেলে ২৯ জন এবং শাহজাহান লস্কর-শফিকুল ইসলাম মানিক প্যানেলে ২৮ জন প্রার্থী ছিলেন।
অন্য পদগুলোতে বিজয়ী প্রার্থীরা হলেন সহ সভাপতি পদে আনিসুজ্জামান বাবুল ও এ কে এম শামসুজ্জামান রানা, যুগ্ম সম্পাদক পদে ইফতেখার হোসেন মানিক ও মো. আ. হান্নান, সাংগঠনিক সম্পাদক পদে মো. সিদ্দিকুর রহমান, কোষাধ্যক্ষ পদে মো. হাবিবুর রহমান।
Leave a Reply