ভোরের আলো বিডি ডেস্কঃ
সড়ক দুর্ঘটনার কবলে পড়েও অল্পের জন্য বেঁচে যান বাসের যাত্রীরা। ঘটনার বিবরণে জানা যায়, বাসের যাত্রী ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন তার ফেইসবুক পোস্টে লিখেন,
অদ্য ০৬ আগষ্ট ভোর ৭:০০ টার দিকে কিশোরগঞ্জ ময়মনসিংহ রোডে নান্দাইল কানারামপুর বাসস্ট্যান্ডেের কাছে একটি বাস দুর্ঘটনায় পতিত হয়। এতে আমি যাত্রী ছিলাম। আমি কিছুটা আহত হই।
বাসযাত্রী ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন আরো জানান, কিশোরগঞ্জ হতে ময়মনসিংহগামী অনন্যা সুপার পরিবহন দ্রুতগতিতে একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনায় পতিত হয়। ট্রাকটি রাস্তার পাশে জলাশয়ে পড়ে যায় আর বাসটি বৈদ্যুতিক খুঁটিসহ গাছ এবং খড়কুটোতে আটকে যায়। যাত্রীরা অনেকে আহত হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে তিনি আল্লাহর শোকরিয়া জানান। শোকরিয়া স্বরূপ বলেন, “আলহামদুলিল্লাহ! পরম করুনাময়ের অশেষ কৃপায় সবাই বেঁচে আছি।”
সুধীজনরা বলছেন, এরকম অনেক বেপরোয়া ড্রাইভার আছে যাদের কারণেই সারাদেশে দূর্ঘটনাগুলো ঘটছে। এরকম ওভারটেক করারর কোনো প্রয়োজন ছিলোনা ড্রাইভারের। এতে বড় কোনো দূর্ঘটনা ঘটতে পারতো। অল্পের জন্য বাসযাত্রীরা বড় রকম দূর্ঘটনা থেকে বেঁচে যাওয়ায় তারা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন।
Leave a Reply