মোঃ সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
কিশোরগঞ্জের করিমগঞ্জে ইন্দা এলাকায় পাওনা টাকা ফেরত দিতে দেরি হওয়া এক নারীকে হত্যা করা হয়েছে।রবিবার(৬ আগস্ট) দুপুর পৌনে ২ টায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তির নাম বিলকিস (৩০)।তার বাড়ি করিমগঞ্জ উপজেলার গুনধর ইউনিয়নের ইন্দা এলাকায়। স্বামীর নাম আ:করিম।হত্যার অভিযুক্ত গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নূরে আলম।
স্থানীয়রা জানান,বিলকিস আক্তারের স্বামী আ:করিমের কাছে নূর আলম ৫০ হাজার টাকা পান।আ:করিম নোয়াখালীতে একটি ইট ভাটায় কাজ করে বাড়ি ফেরার খবরে টাকা চাইতে যায় ইট ভাটার সর্দার নূর আলম।বাড়িতে আ:করিমকে না পেয়ে বিলকিস আক্তারের সঙ্গে তর্কে জড়ায় নূরে আলম।এক পযার্য়ে বিলকিস আক্তারকে কিল ঘুসি ও পিঠিয়ে আহত করেন তিনি।গুরুতর বিলকিস আক্তারকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
Leave a Reply