ভোরের আলো বিডি ডেস্কঃ
প্রস্তাবিত সাইবার আইনের সংশোধনীসহ আপত্তিকর ধারাসমূহ বাতিলের দাবিতে কিশোরগঞ্জে সংবাদকর্মী ও সাহিত্যকর্মীদের এক সমাবেশ অনুষ্ঠান করেছে জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট ও ভোরের আলো সাহিত্য আসর।
আজ ১১আগষ্ট,(শুক্রবার) সকাল ৯ ঘটিকায় কিশোরগঞ্জ মডেল থানা সংলগ্ন ভোরের আলো সাহিত্য আসর কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
নিউজক্যাসেলবিডি ডটকম এর প্রধান সম্পাদক ও ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার, গীতিকার,কবি,সাহিত্যিক,গল্পকার মোঃ আজিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।
সংশোধনীমূলক আলোচনা,গঠনমূলক পরামর্শ, বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দের সহযোগে আপত্তিকর নানা ধারার বাতিলের দাবিতে প্রাণবন্ত হয়ে ওঠে এই সমাবেশ। সমাবেশটি শেষে প্রতিবাদমুখর অবস্থায়
বিক্ষোভ সমাবেশে রূপ নেয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার উপদেষ্টা,ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে নিউজসেভেনটিন(news17)বিডি ডটকম এর প্রকাশক ও সম্পাদক হাজী মোঃ আবুসাঈদ, গানের শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ খায়রুল ইসলাম, সাংবাদিক মোঃ হাবিবুর রহমান বিপ্লব, সাংবাদিক আলী রেজা সুমন, সাংবাদিক মোঃ ফারুকুজ্জামান, সাংবাদিক পুলক কিশোর গুপ্ত, সাংবাদিক মোঃ সারোয়ার জাহান, ইসলামী সাংস্কৃতিক কর্মী মাও. আবুতোরাব ফুরকান, কবি মাহদী হাসান, তথ্যকর্মী তারিন আক্তার,শিল্পী মোঃ হামিদুর রহমান (হামিদ) ও আকলিমা আক্তার প্রমুখ।
উল্লেখ্য যে, গত ৭আগষ্ট মন্ত্রীসভায় সাইবার নিরাপত্তা আইনের নতুন খসড়া উত্থাপন করা হয়।
যা আগামী সেপ্টেম্বর মাসে মন্ত্রীসভায় তা আবার পুণরুত্থাপন হবে এবং চুড়ান্ত সিদ্ধান্ত গৃহিত হবে। প্রস্তাবিত খসড়া আইনে ডিজিটাল এক্টের সামান্য পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন নামক নতুন শব্দ প্রয়োগে আগের আইনগুলো মূলত আগের জায়গায়ই রাখা হয়।
বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনা,জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত অবমাননায় যেখানে ১০বছর সাজা ছিলো সেখানে তা কমিয়ে ৭বছরে নামানোয় মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কাছে তা ক্ষোভের কারণ হিসেবে দেখা দিয়েছে।
আরেকটি বিষয় হলে কোনো প্রকার পরোয়ানা ছাড়াই গ্রেফতার করার ধারাও এতে আছে বলে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
সমাবেশে চড়ান্ত সিদ্ধান্তের আগে জাতীয় সাংবাদিক নেতৃবৃন্দকে নিয়ে সংশোধনমূলক পরামর্শে বসার আহবান জানানো হয়।
বক্তাগন বলেন, এ আইন সংশোধনে গত ৮ আগষ্ট জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম আইনমন্ত্রী বরাবরে সর্বপ্রথম লিখিত প্রস্তাবনা পেশ করেন। তাতে তিনি সাংবাদিকদের নিয়ে বসারও সুপারিশ করেন।
Leave a Reply