আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কক্সবাজার পৌরসভায় আরবান প্রাইমারী হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প -২ এর অধীনে ১৫ ই আগস্ট বিনামূল্যে স্বাস্থ্যসেবা

  • ভোরের আলো বিডি ডেস্কঃ
  • কক্সবাজার পৌরসভায় আরবান প্রাইমারী হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প -২ এর অধীনে নগর মাতৃসদন কেন্দ্র ৩টি নগর স্বাস্থ্য কেন্দ্র বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকি উপলক্ষ্যে আগামী ১৫ ই আগস্ট, মঙ্গলবার বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আগামী ১৫ই আগষ্ট, মঙ্গলবার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকি উপলক্ষ্যে আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট-টু এর আওতায়, সেদিনে সকাল ৯টা হতে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী মেডিকেল অফিসার দ্বারা বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করাসহ  বিনামূল্যে ব্লাড গ্রুপিং করা হবে এবং রেড ক্রিসেন্টের মাধ্যমে রক্তদান করা যাবে।

এছাড়া গর্ভবতী মা ও কিশোর-কিশোরীদের নিয়ে গ্রুপ মিটিং অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।

যে কেন্দ্রগুলোতে ১৫ই আগষ্ট বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও রক্তের গ্রুপ নির্নয় করা হবে তা হলোঃ

💉নগর মাতৃসদন কেন্দ্র,মেয়র মুজিবুর রহমানের বাসা। নতুন বাহারছড়া, বিমান বন্দর রোড , ০৩, নং ওর্য়াড কক্সবাজার,

💉নগর স্বাস্থ্য কেন্দ্র-০১, হেলাল সাহেবের বাসা নুনিয়ার ছড়া, বিমান বন্দর রোড, ০২ নং ওয়ার্ড , কক্সবাজার,

💉নগর স্বাস্থ্য কেন্দ্র-০২
গ্রীন প্যালেস ২য়তলা।
, আলীর জাঁহাল, -০৫ নং ওয়ার্ড কক্সবাজার,

💉নগর স্বাস্থ্য কেন্দ্র-০৩, মধ্য বাহারছড়া , এ. সালাম সড়ক, সার্কিট হাউজ রোড,
কক্সবাজার ল্যাবরেটরি স্কুলের উওর পাশে ১০ নং ওয়ার্ড

  • পরিচালনায়ঃ পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র।
  • বাস্তবায়নেঃ কক্সবাজার পৌরসভা।
    আরবান প্রাইমারী হেলথকেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট ২  ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category