আজ ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন ও ইসলামি ব্যাংক আউটলেট করিমগঞ্জ বাজার শাখার উদ্যোগে দুই প্রবাসী উদ্যোক্তাকে সম্মাননা স্মারক প্রদান।

মোঃ সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা

কিশোরগঞ্জে দুই প্রবাসী উদ্যোক্তাকে সম্মাননা স্মারক দিয়েছে কিশোরগঞ্জ প্রবাসী উদ্যোক্তা ফাউন্ডেশন ও ইসলামি ব্যাংক আউটলেট করিমগঞ্জ বাজার শাখা।
গত ৯ই আগস্ট(বুধবার) জেলা শহরের একটি হোটেল হল রোমে এ সম্মাননা দেয়া হয়।
সম্মাননা প্রাপ্তরা হলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য বিশিষ্ট শিল্পপতি প্রবাসী রতন মৃধা ও হাদিউল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য চেয়ারম্যান সারোয়ার আলম, সহকারী অধ্যাপক মাওলানা ইসমাঈল হোসাইন মুফিজী,চৌগাংগা শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান,বিশিষ্ট ব্যবসায়ী হাজী মোঃ শাহরিয়ার আলম শাহীন,ইসলামি ব্যাংক আউটলেট করিমগঞ্জ বাজার শাখার ম্যানেজার খায়রুল ইসলাম, প্যারাডাইস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রঞ্জন কুমার সরকার, হাজী আব্দুর রউফ,আব্দুল জলিল প্রমুখ।এছাড়াও ভার্চুয়ালি যুক্ত ছিলেন সংগঠনের আহ্বায়ক হাজী আনোয়ার হোসাইন মৃধা ও সিনিয়র যুগ্ম-আহ্বায়ক উমর ফারুক


অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে অসুস্থ প্রবাসী হাদিউল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিতে যান।উল্লেখ্য,তরুণ উদ্যোক্তা হাদিউল ইসলাম প্রবাসে সড়ক দুর্ঘটনায় আহত হলে তিনি কয়েক মাস আগে তার পৈতৃক নিবাস কিশোরগঞ্জের যশোদলে চলে আসেন।উপস্থিত সকলে সৃষ্টিকর্তার কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করে। প্রার্থনা শেষে তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category