আজ ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের বিশিষ্ট ক্রীড়াবিদ এনামুল হক মোল্লা জানাযা ও দাফন সম্পন্ন

ভোরের আলো ডেস্কঃ

চির বিদায় গ্রহণ করেছেন কিশোরগঞ্জের সিনিয়র সাংবাদিক সাইফুল হক মোল্লা দুলু’র ছোট ভাই সাবেক কৃতী ফুটবলার এনামুল হক মোল্লা (৫৬) ।( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকাল ৫ ঘটিকায় হৃদরোগে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার (৩০ আগস্ট) বাদ জোহর শহরের ঐতিহাসিক শহীদী মসজিদ প্রাঙ্গণে নামাজের জানাজা অনুষ্ঠিত হয়।

পরে শোলাকিয়া বাগে জান্নাত গোরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

তার মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা ও ভোরের আলো সাহিত্য আসরসহ জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category