আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিয়ের আশ্বাস দেখিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগে মামলা।

ভোরের আলো ডেস্কঃ

কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের প্রলোভনে এক তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

রবিবার (২৭ আগস্ট ) রাতে তরুণীকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেনকে (৩০) একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা নং-২৪/১৮৩ দায়ের করেন।

মামলার এজাহার নামীয় আসামি মোঃ আনোয়ার হোসেন করিমগঞ্জ থানাধীন গুজাদিয়া ইউনিয়নের বৈরাটিয়াপাড়া গ্রামের আঃ ছোবানের ছেলে। সে ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করে। মামলা দায়েরের আগে থেকেই অভিযুক্ত আনোয়ার হোসেন পলাতক আছেন। ভুক্তভোগী তরুণী একই গ্রামের বাসিন্দা ও স্থানীয় একটি বিদ্যালয়ের খণ্ডকালীন শিক্ষক।

মামলা সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ৪ আগস্ট বেলা ১১টার দিকে আনোয়ার হোসেন করিমগঞ্জ থানাধীন খৈলাকুড়ি গ্রামের জনৈক গিয়াস উদ্দিনের বাড়িতে নিয়ে এক ঘরে ওই তরুণীকে একাধিকবার ধর্ষণ করে।

ভুক্তভোগী তরুণী জানায়, তাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ও দুই পরিবারের মধ্যেই জানাশোনা। সম্প্রতি বিয়ে বিষয়ে পাকাকথা বলার তারিখও নির্ধারণ করা হয়েছিল।

করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী জানান, তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে বলে থানায় ভিকটিম বাদী হয়ে অভিযোগ দাখিল করলে পুলিশ মামলা হিসেবে তা নথিভুক্ত করে। মামলার এজাহার নামীয় আসামি একজন। পুলিশ তাকে গ্রেফতার করার জন্য অভিযান চালাচ্ছেন। আর নির্যাতিতাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category