বাদশা ভুইয়া স্মৃতি পাঠাগার কর্তৃক শোকাবহ ১৫ আগষ্ট পালিত হয়েছে। কিশোরগঞ্জ জেলার সদর উপজেলাধীন লতিবাবাদ ইউনিয়নের ব্রাহ্মণকুচুরী গ্রামের ভুইয়া বাড়ীস্থিত বাদশা ভুইয়া পাঠাগারে এ দিবসটি পালন করা হয়।
গতকাল ৩০আগষ্ট, বৃহস্পতিবার বিকেল ৫ঘটিকায় আলোচনা ও দু’আ অনুষ্ঠানের মধ্যি দিয়ে দিবসটি পালন করে বাদশা ভুইয়া স্মৃতি পাঠাগারের সদস্যগণ। পাঠাগারের সভাপতি মোঃ আবদুর রহমান ভুইয়া বাবুল এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ মহিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদয়াল কলেজের সহকারি অধ্যাপক কাজী করিম উল্লাহ ও হোসেন্দী কলেজের সহকারি অধ্যাপক ও কিশোরগঞ্জ জেলা শাখা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক এ.কে.এম. হুমায়ুন কবীর। সময় স্বল্পতায় অন্যান্যদের মধ্যে পরিচিতিমূলক সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কিশোরগঞ্জ সরকারি গণগ্রন্থাগারের জেলা লাইব্রেরিয়ান আজিজুল হক সুমন, বেসরকারি গণগ্রন্থাগার এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ রুহুল আমিন, বীর মুক্তিযদ্ধা মোঃ আবুল হাসেম ভুইয়া, যুদ্ধাপরাধ প্রতিরোধ আন্দোলন ও সাক্ষী সুরক্ষা কমিটির সভাপতি সাংবাদিক রেজাউল হাবিব রেজা,কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বণিকবার্তা পত্রিকার প্রতিনিধি মুশফিকুর রহমান, বাদশাহ ভুইয়া স্মৃতি পাঠাগারের সহসভাপতি মোঃ আবু তাহের, জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক, সিদ্দিক স্মৃতি পাঠাগারের সভাপতি ও বেসরকারি গণগ্রন্থাগার কিশোরগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডাঃ মাহফুজা সুলতানা রোমা, বাতেন পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ জিয়াউল হক বাতেন প্রমুখ।
তাছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোঃ আশিক রাব্বানী পলাশ ভুইয়া, সপ্তসুর শিল্পী গোষ্ঠীর সদস্য কাজী আহমেদ, মোঃ সিদ্দিকুর রহমানসহ অনেক ব্যক্তিবর্গ। আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও তার পরিবার বর্গের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন মুফতি, মাওঃ শাহ মকবুল হোসাইন।
Leave a Reply