আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

শহর সমবায় সমিতি লিঃ এর কার্যকরি পরিষদের নির্বাচনে সভাপতি পদে বিজয়ী মোঃ আলমগীর কবীরকে সংবর্ধনা ও সম্মাননা অনষ্ঠান-২০২৩

🌺সংবর্ধনায় অভিসিক্ত হলেন শহর সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত সভাপতি আলমগীর কবির।
গান -আলোচনা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে ভোরের আলো সাহিত্য আসর কর্তৃক এক সম্মাননা স্মারক প্রদান সভা অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জ শহর সমবায় সমিতির কার্যালয়ে।
আজ ২০অক্টোবর (শুক্রবার) ভোরের আলো সাহিত্য আসর কর্তৃক সকাল ৯ঘটিকায় এই সভাটি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মোঃ আজিজুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর জেলার বিআরডিবির উপপরিচালক মোহাম্মাদ হাফিজুর রহমান ভূইয়া। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ভোরের আলোর প্রধানপৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর কবির, ভোরের আলো ও জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আমিনুল হক সাদী।
ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হবিব রেজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিন্দু সোসাইটির সত্ত্বাধিকারী মো ঃ হারুন অর রশিদ, জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ সদর উপজেলা ইউনিটের সহসভাপতি নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আবু সাঈদ, সাংবাদিক সংস্থার করিমগঞ্জ ইউনিটের সহসভাপতি দৈনিক মুক্তখবর পত্রিকার স্টাফ মোঃ আজিজুল হক তালুকদার, জাতীয় সাংবাদিক সংস্থার কিশোরগঞ্জ সদর ইউনিটের সাধারণ সম্পাদক দৈনিক সমাজ সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি পুলক কিশোর গুপ্ত, সাপ্তাহিক অপরাধ চিত্রের জেলা প্রতিনিধি মোঃ আবুবাকার সিদ্দিক জুয়েল, দৈনিক দেশেরপত্র পত্রিকার জেলা প্রতিনিধি আজিজুল হক রাসেল, কালের নতুন সংবাদ এর প্রতিনিধি মোঃ এমদাদুল হক, কবি ও গীতিকার মোঃ মর্তুজা জামাল, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার কিশোরগঞ্জ প্রতিনিধি মির্জা মাহবুবা বেগ মৌসুমী, শিল্পী মোঃ মাজহারুল ইসলাম, সাংস্কৃতিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ শাহিনুর রহমান, মানবাধিকার কর্মী মোছাঃ আকলিমা আক্তার, সাংস্কৃতিক কর্মী কলি আক্তার ও নুপুর আক্তার, নূর মোহাম্মদ মোবারক হোসেন খান, মোঃ আরজু মিয়া, মোঃ হানিফুর রহমান ভূইয়া, কাওছার আহমেদ, শিল্পী মোঃ শফিকুল ইসলাম, কিশোর টিকটকার মোঃ তুহিন বাপ্পি ও জনি মিয়া।
সংবর্ধনা সভায় সংর্বর্ধিত সাবেক কমিশনার ও প্যানেল চেয়ারম্যান, শহর সমবায় সমিতি লিঃ এর কার্যকরি পরিষদের নির্বাচিত সভাপতি মোঃ আলমগীর কবিরকে একজন মানবদরদী ব্যক্তি হিসেবে চিহ্নিত করে বক্তারা বলেনঃ আলমগীর কবির সাহেব একজন সাহসী মানুষ। তিনি যা বলেন তা করেই ছাড়েন। আগামী দুনে তিনি কিশোরগঞ্জের শহর সমবায় সমিতিকে একটি মডেল প্রতিষ্ঠান হিসেবে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category