আজ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

দুই শতাধিক অভিযোগের মধ্যি দিয়ে সমাপ্ত হয়েছে কিশোরগঞ্জ দুূদকের গণশুনানির অনুষ্ঠান

রেজাউল হাবিব রেজাঃ

উপস্থিত  অভিযোগকারীদের কাছ থেকে অভিযোগ শোনা, তাৎক্ষণিক সমাধানের চেষ্টায় নির্দেশনা প্রদান ও বাকী সমস্যাগুলো সমাধানের আশ্বাস এর ভেতর দিয়ে দিনব্যাপি গণশুনানির কার্যক্রম সমাপ্ত হয়েছে আজ রবিবার।২৩টি দপ্তরের ২৩০টি অভিযোগ উত্থাপন করা হয়েছে কিশোরগঞ্জ দুদকের এই গণশুনানিতে।

আজ ২৯ অক্টোবর-২০২৩ জেলা দুর্নীতি দমন কমিশন জেলা শিল্পকলা একাডেমিতে  সারাদিন এই গনশুনানিতে যুক্ত ছিলো।অভিযোগ কারীরা ঘুষ, দুর্নীতি  হয়রানির শিকার সেবা প্রত্যাশীরা কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট এসব অভিযোগ উত্থাপন করেন।তাদের অভিযোগসমূহ দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তারা শুনেন এবং কিছু অভিযোগের সমস্যা সমাধান করার জন্য তাৎক্ষনিকভাবে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা প্রদান করেন। অন্যান্য অভিযোগের বিষয়ে পরবর্তীতে কমিশন কর্তৃক যাচাই বাছাই সাপেক্ষে দুদক আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন।এছাড়া তদন্তে কোন অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে অভিযোগকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতেও নির্দেশনা প্রদান করেন।

দূর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত এই গণশুনানিতে কিশোরগঞ্জ জেলা সদরে অবস্থিত বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডেকেল কলেজ ও হাসপাতাল,কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল,আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআরটিএ, জেলা-সাব  রেজিস্ট্রিারের কার্যালয়, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, জেলা সমাজসেবা অধিদপ্তর, জেলা সমবায় অফিস, উপজেলা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়,পরিবেশ অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জেলা শিক্ষা অফিস, সড়ক  জনপথ বিভাগ, জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, পল্লী বিদ্যুৎ সমিতি, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ইসলামি ফাউন্ডেশন, উপজেলা পরিষদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং ব্যাংকসহ  ২৩০টি অভিযোগ উত্থাপন করা হয় উপরোল্লেখিত এই ২৩টি দপ্তরের বিরুদ্ধে।

একই বিষয়ে একাধিক অভিযোগ থাকায় প্রাপ্ত অভিযোগ হতে ৮০টি সুনির্দিষ্ট অভিযোগ শুনানির জন্য সেবা প্রার্থীরা সরাসরি উপস্থাপন করেন। উল্লেখ্য যে, কিছু অভিযোগ দুদকের তফশিলভুক্ত আইনের বাইরেও ছিলো।শুনানি শেষে দুর্নীতি দমন কমিশন কর্তৃক অনুসন্ধানের সুপারিশসহ অভিযোগসমূহের তাৎক্ষণিক সমাধান করা হয়।

 বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদেরকে নির্দেশিত কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে উত্থাপিত অভিযোগসমূহের সমাধান নিশ্চিত করে দুদক কিশোরগঞ্জ জেলা কার্যালয়ে প্রেরণের জন্য নির্দেশ প্রদান করে। ফলে দুদক তাদের এই আয়োজনকে বাস্তব পদক্ষেপ ও আস্থার জায়গায় নিয়ে যায় ।

গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মো. মাহবুব হোসেন।জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সঞ্চালনায় গণশুনানিতে আরও বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুর্নীতি দমন কমিশন ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ  জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক রবীন্দ্রনাথ চৌধুরী।সুধীজনের প্রত্যাশা,দুদক মাঝে মাঝে এমন গনশুনানির আয়োজন করলে সাধারণ জনগণের চাপা পড়ে থাকা মনের কাকুতি শোনার  একটি আশ্রয়স্থল খুঁজে পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category