আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিজয়মাসের প্রথমদিনে ভোরের আলো সাহিত্য আসরের ৮৪১তম সভা অনুষ্ঠিত। অসুস্থ সভাপতি আজিজুর রহমানের জন্য দু’আর আয়োজন।

ভোরের আলো ডেস্কঃ

ভোরের আলো সাহিত্য আসরের ৮৪১তম সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯ঘটিকায় কিশোরগঞ্জের মডেল থানা সংলগ্ন মডার্ণ ডেন্টাল কেয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।

১ডিসেম্বর (শুক্রবার) ছড়া,কবিতা,সঙ্গীত,আলোচনা ও দু’আ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয় মাসের প্রথম দিনের কর্মসূচি পালন করে ভোরের আলো সাহিত্য আসর। অনুষ্ঠানে সভসপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি কবি ও সাহিত্যিক  মোঃ মোতাহের হোসেন।

সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবির উপপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান ভুইয়া। প্রধান আলোচক ছিলেন সোনালী ব্যাংকের বিশিষ্ট ব্যাংকার কবি ও সাহিত্যিক বিমল চন্দ্র ভৌমিক। বিশেষ আলোচক ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব কিশোরগঞ্জের মুক্তিযুদ্ধের পক্ষের এক বলিষ্ঠ কন্ঠ মোঃ আতাউর খান রহমান মিলন।

অন্যান্যদের মধ্যে আলোচনা করেন কিশোরগঞ্জ উত্তরণ সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা মোঃ শফিউল আলম, সাবেক ছাত্রনেতা, বিশিষ্ট পর্যটক, ইতিহাস লেখক,তথ্যসংগ্রাহক ও সাংবাদিক হাজী মোঃ আবু সাঈদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লায়ন জাহাঙ্গীর আলম, জ্ঞানতীর্থ গণগ্রন্থাগারের প্রতিষ্ঠাতা মোঃ আলমগীর অলিক, ভোরের আলো বিডি ডটকম এর বিশেষ প্রতিনিধি সাংবাদিক সারওয়ার জাহান, কবি তোফায়েল আহম্মেদ, মানবাধিকার কর্মী আকলিম আক্তার ও মোঃ রনজু মিয়া

শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আরিফুর রহমান ইমন ও মোঃ আলমগীর হোসেন প্রমুখ।

আলোচনা শেষে ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার আজিজুর রহমান অসুস্থতাজনিত কারণে ঢাকা স্প্যাশালাইজড হাসপাতালে শয্যাশায়ী থাকায় তার সুস্থতার জন্য দরুদ-দু’আ পড়ে বিশেষ মোনাজাত করা হয়। অপরদিকে বিশেষ রোগে আক্রান্ত ভোরের আলো সাহিত্য আসরের সাংস্কৃতিক সম্পাদক মাজাহারুল ইসলামের ছোট ভাইয়ের জন্যও বিশেষ প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category