ভোরের আলো ডেস্ক রিপোর্টঃ
বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বাউল সমিতি কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
আজ ১৬ডিসেম্বর (শনিবার) সন্ধ্যা ৬ ঘটিকায় কিশোরগঞ্জ শহরের হারুয়াস্থ শহীদ লেফটেন্যান্ট আশফাকুস সামাদ বীর উত্তম স্মৃতি গ্রন্থাগার কার্যালয়ে এই সঙ্গীত অনুষ্ঠানের কার্যক্রম চলে।
জাতীয় সাংবাদিক সংস্থা ও ভোরের আলো সাহিত্য আসরের যৌথ ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউল সমিতির সভাপতি বাউল হারিছ মোহাম্মদ।
সমিতির উপদেষ্টা ও স্থানদাতা সাংবাদিক আবু সাঈদের সঞ্চালনায় এতে অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো: রেজাউল হাবিব রেজা, প্রভাষক মোঃ সারোয়ার জাহান,জ্ঞানতীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক।
এতে গান পরিবেশন করেন বাউল সমিতি কিশোরগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শিল্পী কিবরিয়া খোকন, সমিতির কোষাধ্যক্ষ বাউল আবদুর রউফ, সাংস্কৃতিক সম্পাদক বাউল সাগর সরকার, বাউল বিল্লাল সরকার, শিল্পী শাপলা চিশতী ও শিশু শিল্পী মুহা কানন বুশরা।
অনুষ্ঠান শেষে সভাপতি বিজয় মাসের মাহাত্ব্য তুলে ধরেন ও সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply