আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডা: আলেকুন্নেসা যুবনারী কল্যাণ সংস্থার উদ্যোগে কিশোরগঞ্জের আলোরমেলায় শীতবস্ত্র বিতরণ


ভোরের আলো বিডি ডেস্ক:

 ডা: আলেকুন্নেসা যুব নারী কল্যণ সংস্থার উদ্যোগে কিশোরগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ ২৬জানুয়ারি (শুক্রবার) সন্ধ্যার পর কিশোগঞ্জের হত-দরিদ্র কর্মমূখী মানুষের মাঝে কম্বল বিতরন করে ডা: আলেকুন্নেসা যুবনারী কল্যাণ সংস্থা। মানবাধিকার নেত্রী মির্জা মাহবুবা বেগ মৌসুমীর পরিচালনাধীন এ সংগঠন বরাবরই দরিদ্র ও নিপীড়িত মানুষের জন্য এরূপ সেবামূলক কাজ করে থাকে।


কিশোরগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত কম্বল সমূহ এক অনাড়ম্বর পরিবেশে কিশোরগঞ্জ শহরস্থ আলোরমেলায় প্রতিষ্ঠিত ডা: আলোকুন্নেসা কার্যালয়ে তা বিতরণ করা হয়।


এ সময় ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মো: রেজাউল হাবিব রেজা,  আবুমুইন মোহাম্মদ আশফাকুস সামাদ বীরোত্তম ও ভোরের আলো সাহিত্য আসরের প্রধান সমন্বয়ক হাজী আবুসাঈদ, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার প্রতিনিধি  প্রভাষক সারোয়ার জাহান  শীত-বস্ত্র বিতরণকালে বক্তব্য রাখেন। বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: আলেকুন্নেসা যুবনারী কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সাদিয়া জাহান রেজা।


অনুষ্ঠান শেষে কিশোরগঞ্জের প্রথম নারী ডা: আলেকুন্নেসার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন ডা: আলেকুন্নেসার বংশের অধস্তন সন্তান মির্জা আবদুর রহমান বেগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category