মোঃ সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
৩১শে জানুয়ারি(বুধবার) হতে যাচ্ছে কিশোরগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ গুরুদয়াল সরকারি কলেজের পিঠা উৎসব-২০২৪।এতে সকল বিভাগের অংশগ্রহণে উৎসবটি প্রাণবন্ত হয়ে উঠবে এমন ধারণা করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।সারাদিন শিক্ষার্থীরা তাদের স্ব স্ব বিভাগের স্টল সাজানোর পরেও প্রতিযোগীতায় এগিয়ে থাকতে গভীর রাতেও কাজ করে যাচ্ছে।তাদের কাজে কোন প্রকারের ব্যাঘাত না ঘটুক এই ভেবে গভীর রাতেও পর্যবেক্ষণে রয়েছেন শিক্ষকরা।
অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক রওনক রনিক স্যার বলেন, “আমরা চাই উৎসবটি সকলের অংশগ্রহণে প্রাণনন্ত হয়ে উঠুক।গভীর রাতে শিক্ষার্থীরা কষ্ট করে কাজ করবে আর আমরা বাসায় আরাম করবো এটা ত হয় না।এখন রাত ১টা বাজে,তারপরেও আমরা আমাদের অধ্যক্ষ স্যারের নির্দেশে শীতকে তোয়াক্কা না করে ক্যাম্পাসে অবস্থান করতেছি যাতে তাদের কোন প্রকারের সমস্যা না হয়।সকল শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনা দেখে আমাদের ভালো লাগতেছে।”
Leave a Reply