আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

একুশে চেতনার উন্মেষ ঘটাতে দেশে সাংস্কৃতিক বিপ্লব প্রয়োজন-মো.তাজুল ইসলাম

ভোরের আলো ডেস্ক:

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘মানুষের সৃষ্টিশীলতা বিকাশের জন্য সাংস্কৃতিক বিপ্লব অপরিহার্য। একুশের চেতনায় সাংস্কৃতিক বিপ্লবই পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশের স্বপ্ন ভিশন-২০৪১ বাস্তবায়ন করতে।’ গতকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে একুশের চেতনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভিশন ২০৪১ বাস্তবায়ন শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লাকসাম-মনোহরগঞ্জ ‘বঙ্গবন্ধু পরিষদ’, ঢাকা ও লাকসাম মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদের আয়োজনে সভায় আরো বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল কালাম আজাদ, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ম্যানেজিং ডিরেক্টর এম সাইফুর রহমান, লাকসাম পৌরসভার মেয়র মো. আবুল খায়ের, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category