আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাদিবসে সম্মাননা পেলেন চ্যানেল আই এর জয়েন্ট নিউজ এডিটর হাফসা হোসাইন

রেজাউল হাবিব রেজা


বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্মানিত হলেন কিশোরগঞ্জের কৃতি সন্তান নারী সাংবাদিকতার আইকন চ্যানেল আই এর জয়েন্ট নিউজ এডিটর হাফসা হোসাইন।জাতীয় সাংবাদিক সংস্থা কিশোরগঞ্জ জেলা ইউনিট কর্তৃক ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ৪৩তম প্রতিষ্ঠা দিবসে তাকে এ সম্মান প্রদান করা হয়। ফিতা কেটে র‍্যালির উদ্বোধক হিসেবেও তিনি এবং আলোচনা মঞ্চের প্রধান অতিথির সারিতেও তিনি মঞ্চকে অলংকৃত করেন । ১২ফেব্রুয়ারি-২০২৪ সকাল ১১ঘটিকায় শুরু হয়ে বিকেল ২ঘটিকার মধ্যে র‍্যালি, আলোচনা ও সম্মাননা অনুষ্ঠানের প্রথম পর্বের কাজ তিনি সমাপ্ত করেন।

আত্মপ্রচার বিমুখ এ নারী সাংবাদিক এই প্রথম প্রকাশ্যে জনসম্মুখে এলেন কিশোরগঞ্জে। তিনি পিআইবির প্রশিক্ষক হওয়া সত্ত্বেও বিগত দিনে কিশোরগঞ্জের তিনদিনব্যাপী অনুষ্ঠান স্থলে চুপচাপ বসা থাকতে দেখা গেছে। পিআইবির প্রশিক্ষক হয়ে প্রশিক্ষনার্থীর ন্যায় পেছনে বসে নিশ্চুপ থাকা মানেই হলো প্রচার বিমুখতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আত্মম্ভরিতা পরিহার করে আত্মপ্রচার বিমুখতায়  উদাহরণ স্থাপনকারী এই নারী সাংবাদিক তার অসাধারণ আচরণ, সদালাপ ও  ব্যক্তিত্বের পরমত্বকে কিশোরগঞ্জবাসী সবসময়ই মনে রাখবে।


হাফসা হোসাইনের জন্ম কিশোগঞ্জে হলেও তিনি বেড়ে ওঠেন ঢাকায়।
পড়াশোনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এতে তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
কর্মজীবনে তিনি একুশে টেলিভিশনে ইন্টার্নশিপ করেন। ২০০৩ সালে ছাত্র অবস্থায়ই চ্যানেল আই’তে কাজ শুরু করেন।পরে জার্মানির বন শহরে রাষ্ট্রীয় গণমাধ্যম ডয়চে ভেলের সাথে যুক্ত হন। আর প্রশিক্ষক হিসেবে তিনি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ-পিআইবি, জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট-এনআইএমসি’তে যুক্ত রয়েছেন।

তিনি জড়িত আছেন বিভিন্ন সাংবাদিক সংগঠনের কার্যক্রমেও। তিনি  বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন -ডিইউজে, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি, সাব এডিটর্স কাউন্সিল এর সাথে ওতোপ্রোতোভাবে জড়িত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category