Φভোরের আলো ডেস্কঃ
কবিতা পাঠ,গান পরিবেশন,বক্তৃতা প্রদান, সার্টিফিকেট বিতরণ ও ভোরের আলো সাহিত্য আসরের পুনর্গঠনের মাধ্যমে গঠিত হয়েছে ভোরের আলো সাহিত্য আসরের ৮৫৩ তম সভা।
আজ ২৩ ফেব্রুয়ারি-২০২৪ (শুক্রবার) সকাল ০৯ ঘটিকায় কিশোরগঞ্জ মডেল থানা সংলগ্ন থানা মার্কেটের মডার্ন ডেন্টাল কেয়ারে ভোরের আলো সাহিত্য আসরের এই সভাটি অনুষ্টিত হয়।
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নাট্যকার আজিজুর রহমান।
সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন।
প্রায় ৪বছরের মাথায় প্রথম পর্বে ভোরের আলো সাহিত্য আসরের পুনর্গঠনের বিষয়ে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার ফাঁকে ফাঁকে চলে ভোরের আলো সাহিত্য আসরের দায়িত্ব বন্টনের জন্য প্রস্তাবনা ও সমর্থন জ্ঞাপন। সঙ্গে সঙ্গেই তা সর্বসম্মতিক্রমে গৃহিত হবার কার্যক্রমও চলে। সাহিত্য আসরের পুনর্গঠন প্রক্রিয়ায় নাট্যকার আজিজুর রহমান সভাপতি পদেই বহাল থাকেন। সহসভাপতি হিসেবে অবসর প্রাপ্ত বিশিষ্ট ব্যাংকার কবি মোতাহের হোসেন, ও এমএ হালিম তালুকদার আগের মতোই স্বপদে বহাল থাকেন। সহসভাপতি পদে আরেকজনকে নতুন যুক্ত করা হয়। তিনি হলেন বিশিষ্ট ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক। সাধারণ সম্পাদক হিসেবে বিশিষ্ট লেখক ও সাহিত্যিক আমিনুল হক সাদী পুনরায় আগের পদেই মনোনীত হন।
পুনঃরূপে নারী বিষয়ক সভানেত্রী হিসেবে মনোনীত হন কবি সুবর্না দেবনাথ ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হন মানবাধিকার কর্মী মির্জা মাহবুবা বেগ মৌসুমী।
যুগ্মসম্পাদক হিসেবে পদপ্রাপ্ত হন সাংস্কৃতিকামোদী মোঃ শাহিনুর ইসলাম। সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হন শিল্পী জহিরুল হাসান রুবেল। প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে মনোনীত হন ভোরের আলো বিডিডটকমের বিশিষ্ট রিপোর্টার ও প্রভাষক সারওয়ার জাহান, সাহিত্য সম্পাদক মোঃ মর্তুজা জামাল, অর্থ সম্পাদক ডাঃ মোঃ হিরা মিয়া।
উল্লেখ্য যে, সাহিত্য আসরের প্রধান সমন্বয়ক হিসেবে হাজী আবুসাঈদ ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে আগেই দায়িত্বপ্রাপ্ত হয়েছিলেন। পরবর্তী কোনো এক সভায় পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
এরই মাঝে স্বরচিত কবিতা আবৃত্তি করেন কবি বিমল চন্দ্র ভৌমিক, কবি লিয়াকত আলী, কবি রফিকুল ইসলাম খোকন,কবি হিরন আকন্দ।
সাহিত্য আসরের দায়িত্ব বন্টনের ফাঁকে ফাঁকে গান পরিবেশন করেন শিল্পী মাজহারুল ইসলাম, শিল্পী জহিরুল হাসান রুবেল, কবি মর্তুজা জামাল ও শিশুশিল্পী অনুশ্রী সূত্রধর।
দায়িত্ব বন্টন, কবিতা পাঠ ও গান পরিবেশনের পর বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন, সহসভাপতি কবি মোতাহের হোসেন, সাংবাদিক শফিক কবীর, সাংবাদিক ফারুকুজ্জামান, সাংবাদিক আলী রেজা সুমন, লেখক শাহ মনবুল হোসাইন, প্রভাষক সারোয়ার জাহান প্রমুখ।
অনুষ্ঠানে সাংবাদিক সংস্থার প্রশিক্ষণ প্রাপ্ত হিরণ আকন্দকে সার্টিফিকেট প্রদান করা হয়। তাছাড়া সাহিত্য আসরে যারা উপস্থিত ছিলেন তারা হলেন চিত্তরঞ্জন সূত্রধর, বেসরকারি গণগ্রন্থাগারের কেন্দ্রীয় কমিটির সাং সম্পাদক মোঃ রুহুল আমিন ও ডাঃ হিরা মিয়া।
পরিশেষে সাহিত্য আসরের সভাপতি নাট্যকার আজিজুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং পরবর্তী সভায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়ে কয়েক লাইনের গান গেয়ে ৮৫৩ তম সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply