মো: সারোয়ার জাহান বিশেষ সংবাদদাতা
প্রেম মানে না জাতি ধর্ম,প্রেম মানে না সমাজ তাই প্রেমের টানে সুদূর মালয়েশিয়া থেকে ছুটে এসেছে কিশোরগঞ্জের করিমগঞ্জে এক তরুণী।
তরুনী মিসনেওয়াতী বিনতে মিসকে (২৫) মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের ক্যালকলামপরায় সিরাম্বুল গ্রামের মিসকে বিন আলীর মেয়ে।প্রেমিক দ্বীন মোহাম্মদ (২৮) করিমগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকার মোঃ রেনু মিয়ার ছেলে।
প্রেমিক দ্বীন মোহাম্মদের সাথে কথা বলে জানা গেছে, নয় বছর আগে সে মালয়েশিয়ায় যায়। ২০১৯ সালে কুয়ালালামপুর শহরে চাকরিরত থাকাকালে পরিচয় হয় মিসনেওয়াতী বিনতে মিসকের সঙ্গে। পরিচয় থেকে ভালোবাসার সম্পর্কে তিন বছর। সেখানেই মিসনেওয়াতী বিনতে মিসকের পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়। বাংলাদেশে আসার পর গত মঙ্গলবার দ্বীন মোহাম্মদের গ্রামের বাড়ি করিমগঞ্জ পৌরসভার ঘোনাপাড়ায় দুই পরিবারের সম্মতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়।
মালয়েশিয়ান তরুণী মিসনেওয়াতী বিনতে মিসকে স্ব ভাষায় বলেন, দ্বীন মোহাম্মদ আমাকে ভালোবাসে, আমিও দ্বীনুকে ভালোবাসি। বাংলাদেশে এসে আমি আমার পরিবার ও দ্বীনুর পরিবারের সম্মতিতে মঙ্গলবার রাতে দুজন বিয়ে করেছি। আমি বাংলাদেশকে ভালোবাসি। এখনাকার সবাই ভালো ও আন্তরিক। দ্বীনুর পিতা-মাতাসহ পরিবারের অন্য ভাই ও বোনেরাও আমাকে আপন করে নিয়েছেন। তারা যেন সুখী হতে পারি এজন্য সবার কাছে দোয়া চান মালয়েশিয়ান তরুণী মিসনেওয়াতী মিসক।
এ বিষয়ে করিমগঞ্জ পৌরসভার সাবেক মেয়র হাজী আব্দুল কাইয়ূম বলেন, এটা আমার পৌরসভার ঘটনা। ঘটনাটি বর পক্ষের পরিবার আমাকে জানিয়েছে । তবে সরাসরি দেখা হয়নি। আমি ওই দম্পতির সার্বিক মঙ্গল কামনা করি।
মালয়েশিয়ান তরুণী আসার খবর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে তাকে দেখতে ওই বাড়িতে ভিড় জমান শত শত মানুষ। ছেলের বাড়ির লোকজনও বিষয়টি ইতিবাচকভাবে গ্রহণ করছেন।
Leave a Reply