ভোরের আলো ডেস্কঃ
করিমগঞ্জের রৌহা গ্রামের দানবীর এবার বিশেষ সম্মাননায় কাজের স্বীকৃতি লাভ করতে যাচ্ছেন। বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর আলহাজ্ব মো. এরশাদ উদ্দিনকে এই বেস্ট প্র্যাকটিস সম্মাননা প্রদান করবে। আগামীকাল ১৫মার্চ শুক্রবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২৪ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
মো. এরশাদ উদ্দিন এক আলোকিত মানুষের নাম। দরিদ্র পরিবার থেকে ওঠে আসা এক মানবিক ও ত্যাগী কর্মবীরের নাম। নিজের নামে একটি মানবকল্যাণ ফাউন্ডেশন করে এলাকার দরিদ্র ও সাধারণ মানুষকে নানা ধরনের সহযোগিতা প্রদান করে আসছেন।
তিনি জেসি এগ্রো ফার্ম নামে একটি গরুর খামার গড়ে তুলছিলেন বছর চার আগে। ৪০০টি গরু রয়েছে এতে। যার মধ্যে ২০টি গাভী প্রতিদিন ৬৫-৭০ লিটার দুধ দিচ্ছে। রমজানের শুরু থেকে প্রতিদিন এসব দুধ এক লিটার ১০টাকা করে টোকেন প্রক্রিয়ায় সাধারণ মানুষের কাছে বিক্রি করে যাবেন রমজান মাসের শেষদিন পর্যন্ত। এর আগে গত বছর এরূপ প্রতিলিটার ১০টাকায় বিক্রিতে মিডিয়া পাড়ায় তিনি ঝড় তুলছিলেন। এবারও একই ফর্মূলায় তার এই মানবিক কর্মের প্রশংসায় পেতে যাচ্ছেন বেস্ট প্র্যাক্টিস সম্মাননা।
এক প্রতিক্রিয়ায় এরশাদ উদ্দিন বলেনঃ “আমি কোনো পদক বা পুরস্কার পাবার জন্য এসব কাজ করিনা।” তিনি আরো বলেনঃ “মানবতার কল্যাণেই আমার এসব কাজ৷ যা মানুষকে সামান্য শান্তি দিতে পারে।”
Leave a Reply