আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ভোরের আলো সাহিত্য আসরের উদ্যোগে ১৭মার্চ উদযাপন

ভোরের আলো ডেস্কঃ
আজ ১৭ মার্চ। ভোরের আলো সাহিত্য আসরের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মদিবস পালিত হয়েছে।
“যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই”
সুরের মূর্ছনায় শিল্পী মাজহারুল ইসলামের কন্ঠে প্রতিধ্বনিত হয়েছিলো ভোরের আলো সাহিত্য আসরের ৮৫৭ তম সভাটি।

📢🎵🎼🎼🎙️🎙️🎙️🎼🎼🎙️🎙️🎙️🎶📢
মুক্তিযুদ্ধের চেতনায় লালিত কিশোরগঞ্জের একমাত্র সংগঠন ভোরের আলো সাহিত্য আসর আজ ১৭মার্চ (রবিবার) সকাল ১০টায় থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস পালন করতে একত্র হয়েছে।
গান, কবিতা,আলোচনা ও মোনাজাতের মধ্যি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রাণবন্ত ছিলো ভোরের আলো সাহিত্য আসর।
👤🗣️👤🗣️👥🗣️👤🗣️👥👤🗣️👤🗣️👤
জাতির জনকের জন্ম দিবস ও জাতীয় শিশু দিবসে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি মোঃ আজিজুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক বীর মুক্তিযোদ্ধা মোঃ নিজাম উদ্দিন । তিনি প্রধান আলোচকের ভুমিকা পালন করেন।

ভোরের আলোর সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা #কবি মোঃ মোতাহের হোসেন।#

বক্তব্য রাখেন সংগঠনের ত্যাগী ও আন্তরিক
দায়িত্বশীল সদ্য ঘোষিত দপ্তর ও অর্থসম্পাদক ডাঃ মোঃ হিরা মিয়া।

বাংলার অতীত ইতিহাস টেনে সংক্ষিপ্ত অথচ তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন কিশোরগঞ্জ মডেল কলেজের প্রভাষক সারোয়ার জাহান।

মনকাড়া স্বরচিত কবিতা উপস্থাপন করে অনুষ্ঠানকে কাব্যিক প্রেরণায় মুজিব আদর্শে উজ্জীবিত করেন উদীয়মান তরুণ লেখক মোঃ হিরন আকন্দ।

🕍 অনুষ্ঠান শেষে জাতির জনকের আত্মার মাগফিরাত ও জাতীয় শিশু দিবসের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অতঃপর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সভাপতি মোঃ আজিজুর রহমান।
👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋👋
➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category