ভোরের আলো বিডি ডেস্কঃ
~~~~~~~~~~~~~~~~~~~~
কার মৃত্যু কখন হয় তা বলা যায়না। নিজের স্বজনের জানাযা পড়তে গিয়ে নিজে লাশ হয়ে ফিরে আসার ঘটনা অহরহ শুনতে পাই। আজ ২১মার্চ (বৃহস্পতিবার) সকাল ৭ঘটিকায় এমন একটি ঘটনা ঘটেছে পাকুন্দিয়ায়।
প্রত্যক্ষদর্শীর মতে জানা যায়, সকাল ৭ঘটিকার সময় তিনজন মটরসাইকেল আরোহী ঢাকা হতে মহাসড়কে নান্দাইল নিজ বাড়িতে আসতেছিল। মটরসাইকেলটি যখন কিশোরগঞ্জের পাকুন্দিয়াস্থ মরুরা এলাকায় উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলামের বাড়ির সম্মূখ দিয়ে যাচ্ছিল, তখন তার বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মটর সাইকেলটিকে চাপা দেয়।
তখন ঘটনাস্থলেই মটর সাইকেল আরোহী রিপন মিয়া (৪৫) মারা যায়। মটরসাইকেলে থাকা অপর দুই আরোহীও আহত হয়। এলাকাবাসী আহত দুজনকে পাকুন্দিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
খবর পেয়ে পাকুন্দিয়া থানার ওসি আসাদুজ্জামান টিটু (পিপিএম বার) ঘটনাস্থলে ছুটে আসেন ও নিহত রিপন মিয়াকে কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নিহত রিপন মিয়া ও আহতরা নান্দাইল রাজগাতি গ্রামের বলে জানা যায়।
নিহত বাইক চালক (৪৫) রাজগাতি গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে এবং আহতদের মধ্যে মোমেন মিয়া (২২) রফিক মিয়ার ছেলে ও মোজাম্মেল হক (৩৫) আবদুল আলীর ছেলে বলে জানা গেছে।
আহতরা জানায়, রিপনের দাদীর জানাযায় ওরা গিয়েছিলো। ফেরার পথে তারা ট্রাকের চাপায় পড়ে এ দূর্ঘনার শিকার হয়।
মটর সাইকেলটি ট্রাকের চাপায় দুমড়ে মুচড়ে যায়।
Leave a Reply