আজ ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে ট্রলার ডুবি। ১পুলিশসহ নিঁখোজ ৬

ভোরের আলো ডেস্কঃ

যেখানে কোনো ঝড়বাদল নেই সেখানে  আচমকা পেছন দিক থেকে বাল্কহেডের  ধাক্কায় ট্রলার ডুবিতে জনমনে রহস্যের দানা বাঁধছে। আজ কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে ট্রলার ডুবিতে ১ পুলিশ কনস্টেবলসহ ৬ জন নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় ১ নারীকে উদ্ধারের পর হাসপাতালে তার মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, আজ শুক্রবার বিকেলে ভৈরবের ব্রিজের নিচ থেকে ট্রলার নিয়ে ঘুরতে বের হয় তারা। ইফতারে আগ মুহূর্তে একটি বাল্কহেড এসে পিছন থেকে ট্রলারটিকে ধাক্কা দিলে ডুবে যায়।

এ ঘটনায় ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল রানাসহ ৬ জন নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ১০ জনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া পর চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

নিখোঁজদের উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।

তদন্তের মাধ্যমে ধাক্কা দেয়া ট্রলারের চালক ও মালিককে ধৃত করে উপযুক্ত শাস্তির আওতায় আনা দরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category