আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জে ছাত্র-ছাত্রীদের নিজস্ব অর্থায়নে ইফতার সামগ্রী বিতরণ।

(নিজস্ব প্রতিবেদক)গুরুদয়াল সরকারি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ছাত্র ছাত্রীরা নিজস্ব অর্থায়নে গরীব ও পথশিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।শনিবার(২৩মার্চ)কিশোরগঞ্জ জেলা শহরের বিভিন্ন জায়গায় কৃষ্ণচূড়া সংগঠনের নেতৃত্বে দুই শতাধিক প্যাকেট বিতরণ করেছে।

বিতরণকালে কৃষ্ণচূড়ার সভাপতি সাইফুল্লাহ তারেক (রবিন) বলেন,কৃষ্ণচূড়া সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন।সংগঠনের সদস্যরা মিলে কল্যাণমুখী কাজ করতে চাই। অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই। কাঁধে কাঁধ মিলিয়ে মানবকল্যাণে নিয়োজিত থাকতে চাই। আমরা নানামুখী উদ্যোগ নিয়েছি। সেই চেষ্টা থেকে আজ ছিন্নমূল মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। আগামীতেও এই ধরনের কাজ চলমান থাকবে।

ইফতার সামগ্রী বিতরণকালে কৃষ্ণচূড়ার সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উক্ত সংগঠনের সাধারণ শিক্ষার্থী ও অন্য দায়িত্বশীলরাও উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category