ভোরের আলো ডেস্কঃ
আজ ২৫ মার্চ। দিন শেষে যখন রাতের আঁধার নেমে আসবে তখনি স্মরণ করিয়ে দেবে ১৯৭১ সনের কাল রাত্রির কথা। পাক হানাদারদের মাধ্যমে নির্বিচারে ঢাকার রাজধানীতে রক্তক্ষয়ী বোমা বর্ষণের কথা। রাজারবাগ পুলিশ লাইনসহ রাজধানীর গুরুত্বপূর্ণ স্পটে বোমা বর্ষণের কথা। নিরীহ মানুষের দিকবিদ্বিক ছুটাছুটি ছিল আতংকে। প্রাণ বাঁচানোর লক্ষে রাজদানীর মানুষগুলো যে যেখানে আছে সেখান থেকে পালাতে থাকে। হায়েনাদের লোম হর্ষক ঘটনা সেদিন যারা প্রত্যক্ষ করেছে কেবল তারাই বলতে পারবে কী ঘটনা ঘটেছিল সেদিন। পরদিন সারাবিশ্বের সকল গণমাধ্যমে নিন্দা জানিয়েছিলো। মানবতাবাদী সংগঠনগুলো ধিক্কার জানিয়েছিল এ বর্বোরচিত হামলার।
আজ এই দিনটা সমাগত। বাংলাদেশ চাচ্ছে এ গনহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির। আমরা আশা করচি আন্তর্জাতিক বিশ্ব এর স্বীকৃতি প্রদান করবে। আমরা সেই প্রত্যাশাই করছি।
Leave a Reply