(নিজস্ব প্রতিবেদক) কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল চাপাই পথচারী সিদ্দিক হোসেন (৭০) নামের এক শিক্ষক নিহত হয়েছে। শনিবার (৩০ মার্চ) ইফতারের পরে কিশোরগঞ্জ টু গাজীপুর আঞ্চলিক মহাসড়কে পাকুন্দিয়া শ্রীরামদী আলু স্টোর বাজার এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।অদ্য দুপুর ২:৩০ঘটিকায় পোড়াবাড়িয়া মেলাবাজার ঈদগা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে।
নিহত সিদ্দিক হোসেন উপজেলা নারান্দি ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের খন্দকার বাড়ি নিবাসী। তিনি হোসেন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পোড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বহু বিদ্যালয়ে শিক্ষকতা করে অবসর গ্রহণ করেছেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪পুত্র, ২কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, ইফতারের পরপর আলু স্টোর বাজার সংলগ্ন সড়কের পাশে অপর ব্যক্তির সাথে আলোচনা করার সময় কিশোরগঞ্জ থেকে আসা একটি মোটরসাইকেল চাপা দেয়।
প্রাথমিকভাবে পাকুন্দিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক অন্যত্র নিয়ে যেতে বললে, কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।তারপর সেখানের কর্তব্যরত চিকিৎসকও ভাগলপুর হাসপাতালে রেফার্ড করে।ভাগলপুর মেডিকেলে নিয়ে যাওয়ার পর রাত ১২:৩০ঘটিকায় ইন্তেকাল করেন।
Leave a Reply