আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

বহু প্রতিভাধর খায়রুল আলম বাদলের শোকসভা ও ভোরের আলোর ক্রমিক অনুষ্ঠানের সমস্যা নিরসন।

ভোরের আলো ডেস্কঃ

ভোরের আলো সাহিত্য আসরের আজ ১১৭১ তম আসর অনুষ্ঠিত হয়েছে। ২০০৩ খৃষ্টাব্দ থেকে শুরু হওয়া সংগঠনটি হাটি হাটি পা পা করে ২২বর্ষে উপনীত হয়েছে। নতুন ভাবনায় নতুন চিন্তায় এ আসরটি রাঙানো হচ্ছে নানাবিধ ধারায়। যে আসরটি কথা ছিল ৮৬১ নং সভার ক্রমিকে অনুষ্ঠিত হবার তা অনুষ্ঠিত হয়েছে ১১৭১ তম সভা হিসেবে। বিষয়টি কেমন শোনায়? আসলে অবাক হবার কিছুই নেই। ২০০৮ সাল থেকে ভোরের আলো সাহিত্য আসরের হিসেব করা হয়েছে কিন্তু ২০০৩ সাল থেকে ২০০৭ সাল পর্য়ন্ত ভোরের আলো সাহিত্য আসরের ৫ বছরে সভার কোনো হিসেব নেই। তবে ২০০৮ সালের আগের ৫ বছর নিয়মিত অনুষ্ঠান হতো। বিভিন্ন জায়গায় সুবিধাজনক স্থানে বসতে হতো। তখন কোনো প্রকার খাতা মেইনটেন করা হতো না। তাই বলে কী এগুলো সাহিত্য আড্ডা নয়? শুধু ডকুমেন্ট না থাকার কারণে সেইসব সাহিত্য আড্ডাকে আমরা আস্তাকুঁড়ে নিক্ষেপ করতে পারছিনা। তাই নবনির্বাচিত কমিটি সেই পুরণো কর্মকে স্বীকৃতি দিয়ে তা হিসেবে এনেছেন। ২০০৮ সালের আগের সাহিত্য আসরের পরিসংখ্যান নিয়ে প্রশ্ন ওঠলে সাহিত্য আসরের নবনির্বাচিত সহসভাপতি বিমল চন্দ্র ভোমিক হিসেব কষে এর সমাধান দেন। অলিখিত ৫ বছরের তথ্য যুক্ত করে তিনি ১১৭১ তম আসর হতে পারে বলে মত প্রকাশ করলে আজকের আসরটি ১১৭১ তম হতে পারে বলে উপস্থিত কবি, সাহিত্যিক, শিল্পী ও দায়িত্বশীলগণ একবাক্যে সমর্থন ব্যক্ত করেন।
এ জন্য আজকের সাহিত্য আসরটি খুব অর্থবহ ও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে।
⚫তাছাড়া আরেকটি বিশেষ কারণে ১১৭১ তম আসরটি গুরুত্বপূর্ণ। কারণ হলো ঃ অদ্য ৫এপ্রিল,-২০২৪,শুক্রবার ছিল সদ্য প্রয়াত খায়রুল আলম বাদল নামের একজন বহু প্রতিভাধর এক ব্যক্তির শোক সভা করা।। যার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার বড়হাটিতে।
যিনি ছিলেন ভাস্কর্যশিল্পী, কবি, ছড়াকার-গীতিকার-সঙ্গীত শিল্পী, সাংবাদিক, আঞ্চলিক লোক সাহিত্য সংগ্রাহক, বংশীবাদক, হাত-পা বেঁধে পানিতে ভেসে থাকা, নতুন পত্রিকার প্রকাশ-বিকাশে নিজে হকার হওয়া, প্রথম আলো প্রদত্ত সম্মাননা অর্জন, হানিফ সংক্ষেপসহ সকল শীর্ষ স্থানীয় পত্রিকায় ও ইলেক্ট্রনিকস মিডিয়ায় তার মেধার বহুবিধ প্রচার ও প্রকাশ। ইত্যাদি সবকিছুই ওঠে এসেছে আজকের ভোরের আলো সাহিত্য আসরের ১১৭১ তম সভায়। এ জন্য আজকের আসরটি খুবই গুরুত্বপূর্ণ বলে বিবেচিত সন্দেহ নেই। আজকের আসরে উপস্থিত ছিলেন বহু ধী ‘র শক্তিমান ব্যক্তিত্ব খায়রুল আলমকে কাছ থেকে দেখা ও অনুভব করা মানুষগুলো। বড় বিষয় হলো একজন পঙ্গুত্ব বরনকারী মানুষও যে সবকিছু জয় করতে পারে, পঙ্গুত্ব কখনো বাঁধা হয়ে দা্ড়াতে পারেনা সেই বিষয়টি ফুটে ওঠেছে প্রয়াত খায়রুল আলম বাদলের স্মৃতিচারণ থেকে। এ কারণেই বলা যায় আজকের ভোরের আলো সাহিত্য আসরের ১১৭১ তম সভাটি সার্থক ও সফল।
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥✍️✒️ আজ ১১৭১ তম সভার সভাপতিত্ব করেন ভোরের আলো সাহিত্য আসরের সভাপতি নাট্যকার আজিজুর রহমান।
আসরটি অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ মডেল থানা মার্কেটস্থ মডার্ণ ডেন্টাল কেয়ারে। সকাল ১০ঘটিকায় প্রানবন্ত হয়ে ওঠেছিল আসরটি। ভোরের আলো সাহিত্য আসরের প্রতিষ্ঠাতা মোঃ রেজাউল হাবিব রেজার সঞ্চালনায় এতে আলোচনায় অংশ নেন ভোরের আলো সাহিত্য আসরের সিনিয়র সহসভাপতি কবি ও গীতিকার সদ্য অবসর প্রাপ্ত ব্যাংকার, অথচ এবং ইত্যাদি বইয়ের লেখক মোঃ মোতাহের হোসেন।
সহসভাপতি, কবি-গীতিকার ও বিশিষ্ট ব্যাংকার বিমল চন্দ্র ভৌমিক, অতিথি কবি ও সাহিত্য বিশ্লেষক আলীমুর রাজী (রাজীব), যুবলীগের নারী নেত্রী আনোয়ারা বেগম, সাহিত্য আসরের সাধারণ সম্পাদক, বিশিষ্ট তথ্য সংগ্রাহক আমিনুল হক সাদী, বিশেষ আলোচক এসএম জাহাঙ্গীর আলম, যুগ্মসম্পাদক মোঃ শাহীন মিয়া, অর্থ ও দপ্তর সম্পাদক ডাঃ মোঃ হিরা মিয়া, সাহিত্য আসরের সাংগঠনিক সম্পাদক মো: জহিরুল হাসান রুবেল, সাহিত্য সম্পাদক মোঃ মর্তুজা জামাল, জ্ঞান তীর্থ গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা আলমগীর অলিক, প্রয়াতের ওপর স্মৃতিচারণমূলক কবিতা আবৃত্তিকার নাদিয়া জাহান রেজা। এতে উপস্থিত ছিলেন ভোরের আলো সাহিত্য আসরের নারী অংশের সাধারণ সম্পাদক মির্জা মাহবুবা বেগ মৌসুমী, নিয়মিত সদস্য আকলিমা বেগম, সামিরা সুলতানা শিউলী ও শিল্পী হামিদুর রহমান হামিদ।
অনুষ্ঠানে শোকাতুর আলোচনাই ছিল মুখ্য। কোনো প্রকার সঙ্গীত এতে ছিল না। তবে খায়রুল আলম বাদলের ওপর স্মৃতিচারণ করে একটি কবিতা পাঠ করেন নাদিয়া জাহান রেজা। সব শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন আমিনুল হক সাদী।
সভাপতি আজিজুর রহমান সকলকে ধন্যবাদ জানিয়ে সবার সমাপ্তি ঘোষণা করেন।
💥✍️💥✍️💥✍️💥✍️💥✍️💥✍️💥✍️💥✍️
উপসংহারঃ ভোরের আলো সাহিত্য আসরের ১১৭১ তম সভায় নানাবিধ সিদ্ধান্তের মধ্যে সৃজনশীল লেখকদের নিয়ে একটি সাহিত্যপত্র প্রকাশের সিদ্ধান্ত গৃহিত হয়। এর সম্পাদনা করবেন সাহিত্য সম্পাদক মর্তুজা জামাল। একই সাথে ভোরের আলো সাহিত্য আসরের ২২তম প্রতিষ্ঠা দিবস ও ২১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহিত হয়।
💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category