(মো: সারোয়ার জাহান)কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার ৬নং দেহুন্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ হানিফ ও তার মানবিক টিম স্থানীয় হত দরিদ্রদের মুখে হাসি ফোটানোর জন্য অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে। ইতোমধ্যে তারা বাসস্থানের দিকে নজর দিয়েছে। তাদের হাতে নেওয়া ৪টি ঘরের মধ্যে ১টি সম্পন্ন হয়েছে আরেকটি প্রক্রিয়াধীন।
তথ্য নিয়ে জানা গেছে, চেয়ারম্যান এম এ হানিফ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে আবাসন,চিকিৎসাসহ অন্যান্য মৌলিক অধিকার নিশ্চিত হচ্ছে কিনা সেগুলোর খোঁজখবর রাখেন।এবং পরবর্তী সময়ে তার টিমের সাথে আলোচনা করে যেগুলো অতি জরুরী সেই সেবাগুলো প্রথমে দেওয়ার চেষ্টা করেন। চরদেহুন্দা গ্রামের সিরাজউদ্দীনের লাখ টাকা মূল্যের ঘরটি চলতি বছরের ২১ফেব্রুয়ারী কাজ শুরু করে ৭এপ্রিল ঈদের পূর্বে সম্পন্ন করে দিয়েছে।সিরাজউদ্দীনের পরিবারের সদস্য সংখ্যা ৬জন।এর মধ্যে দুটি সন্তান প্রতিবন্ধী, মা প্যারালাইজড,স্ত্রীও জীর্ণ-শীর্ণ।
চেয়ারম্যান এম এ হানিফের কাছে অর্থের উৎস জানতে চাইলে জানান,আমরা প্রথমে একটি লাইভের মাধ্যমে সকল সার্মথ্যবান লোকদের স্বেচ্ছায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান করি।এমনকি পরিচিত, আত্নীয়, শুভাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে বিষয়টি সম্পর্কে অবগত করি।তারা তাদের জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করে। প্রতিটি কাজ সম্পন্ন হলে নামসহ সহযোগিতার একটি তালিকা প্রকাশ করা হয়।
সিরাজউদ্দীনের ঘরের আর্থিক সহযোগিতার তালিকা প্রসঙ্গে তিনি বলেন,আমি ১০০০০,মোঃ এরশাদ উল্লাহ ( সুগন্ধা)ডিপার্টমেন্টাল স্টোর কিশোরগঞ্জ-১০০০০, মেজর নাসিমুল হক -১০০০০,জকারিয়া (কোরিয়া প্রবাসী) -১০০০০,নজরুল ইসলাম( কুয়েত প্রবাসী) -৮০০০,বন্ধু দরিদ্র মানব কল্যাণ ফাউন্ডেশন-৮০০০,মমতাজ উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী-৭০০০,রুহুল আমিন সমাজসেবক -৭০০০,মতিউর রহমান মঞ্জিল-৬০০০,ডা: আনিসুজ্জামান খোকন -৫০০০,শরীফুল ইসলাম (সাব রেজিস্ট্রার) -৫০০০,তরিকুল ইসলাম LGED-৫০০০,সুমন মিয়া সমাজসেবক -৫০০০,মোঃ তপন কাজী-৫০৬০,আলী রেজা সঞ্জু-৩০০০,জুলহাস উদ্দিন -৩০০০,লোকমান হোসেন -৩০০০,আলাউদ্দিন মাষ্টার-২০০০,এস আই আরিফুল ইসলাম -২০০০, সেনা সদস্য ইকবাল হোসেন-২০০০,শফিকুল ইসলাম-২০০০,সাইফুল ইসলাম(পুলিশে কর্মরত) -২০০০,মু. রফিকুল ইসলাম রাসেল -২০০০,বায়েজিদ হোসেন রুবেল -২০০০,শফিকুল ইসলাম (চাকুরীজীবি)-২০০০,মোঃ জসিম উদ্দিন -২০০০,মানিক মিয়া-১৫০০,এরশাদুল হক মাষ্টার -১৫০০,সজীব মিয়া ব্যবসায়ী-১৫০০,মামুন কিশোরগঞ্জ -১০০০,শাহ আলম মাষ্টার -১০০০,মাজেদুল হক ব্যাংকার-১০০০,বাদল রহমান -১০০০,মশিউর রহমান বাবুল -১০০০,মনিরুল আলম নয়ন-১০০০,খায়রুল বাশার বাবুল -১০০০,ফারুক শাহ সমাজসেবক -১০০০,মোঃ মাসুদ মিয়া অপসোনিন -১০০০,এখলাস বেপারী-১০০০,ফারুক আহমেদ সরকার -১০০০,মোঃ আব্দুল্লাহ -১০০০,মোঃ সবুজ মিয়া -১০০০,মোঃ নয়ন মিয়া -১০০০,আরিফুল ইসলাম রাজিব -১০০০,মোঃ বোরহান উদ্দিন মাষ্টার -১০০০,আতাউর রহমান ভাই -১০০০,শেখ রাসেল -৫০০,রনিকুল ইসলাম -৫০০,মোঃ সাদ্দাম হোসেন -৫০০,এনামুল হক (অব:) সেনাকর্মকর্তা-৫০০,মেহেদী হাসান ইয়েমিন-১০০টাকা দিয়ে সহযোগিতা করেছে।১,৫১,৭২০ টাকার মধ্যে ঘরটি সম্পন্ন করতে ব্যয় হয়েছে ১,০২,২৫১ টাকা,উদ্ধৃত্ত-৪৯৪৬৯ টাকা।উদ্বৃত্ত আংশটি আমরা আরেকটি ঘরে লাগাবো যেটার পরিকল্পনা প্রক্রিয়াধীন।
Leave a Reply