আজ ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাগলা মসজিদে কোটি কোটি টাকার পাশাপাশি মিলল প্রেমিকের চিরকুট।

(মোঃ সারোয়ার জাহান) ঐতিহাসিক পাগলা মসজিদে রয়েছে ৯টি লোহার দানবাক্স। প্রতি তিন মাস পরপর দানবাক্সগুলো খোলা হয়। রোজার কারণে এবার ৪ মাস ১০ দিন পর ২০এপ্রিল(শনিবার) সকাল ৭টায় দানবাক্সগুলো খোলে মিললো২৭ বস্তা টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। এছাড়া রয়েছে প্রেমিকের মনোবাসনা ও কলেজের ভর্তি সংবলিত বিভিন্ন চিরকুট।

পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া চিরকুটে যেখানে একজন প্রেমিক তার প্রেমিকাকে জীবনসঙ্গী করে পেতে চিরকুটে লিখেছেন- বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমি একটা মেয়েকে ভালোবাসি কিন্তু মেয়েটা আমাকে ভালোবাসে না। আমি আল্লাহর নিকট প্রার্থনা করি যে আল্লাহ্ তাকে যেন আমার জীবনসঙ্গী হিসেবে কবুল করেন। মেয়েটার নাম মোছা. পারভীন আক্তার ও আমার নাম সাইফুল ইসলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন(হবিগঞ্জ,সিলেট)।

আরেকজন লিখেছেন- আল্লাহ আমি যেন একটা মানসম্মত নাম্বার পাই একটা ভালো কলেজে ভর্তি হতে পারি। আমার মাথার সব খারাপ চিন্তা দূর হয়ে যায়। আল্লাহ আমার মা-বাবারে ভালো রাখেন। আমি যেন রফিকুল ইসলাম কলেজে ভর্তি হতে পারি।

পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, ৪ মাস ১০ দিন পর আজ শনিবার সকালে পাগলা মসজিদে ৯টি দানবাক্সগুলো খোলা হয়েছে। তিন মাস পরপর দানবাক্সগুলো খোলা হলেও এবার রমজানের কারণে ৪ মাস ১০ পরে দানবাক্সগুলো খোলা হয়েছে। আশা করা যাচ্ছে, অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে।

এর আগে সর্বশেষ, ২০২৩ সালের ৯ ডিসেম্বর খোলা হয়েছিল পাগলা মসজিদের দানবাক্স। তখন ২৩ বস্তায় ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার।ধারণা করা হচ্ছে এবার পূর্বের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category