(নিজস্ব প্রতিবেদন)কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৈশাখী সাংস্কৃতিক উৎসব।রবিবার(২৮এপ্রিল) বিকাল ৫টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল চত্বরে কিশোরগঞ্জ সংস্কৃতি মঞ্চের সভাপতি মো: জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদকের সঞ্চালনায় অনুষ্ঠিত এ বৈশাখী সাংস্কৃতিক উৎসবে প্রধান অতিথি হিসেবে মঞ্চে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) ফারজানা খানম।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা পর্বে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক শেখ ফরিদ আহম্মদ, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সভাপতি কোহিনূর আফজল,কিশোরগঞ্জ বিবর্তন একাডেমির পরিচালক ম.ম জুয়েল, নৃত্য ও নাট্যজন মানস কর,সংস্কৃতি মঞ্চের উপদেষ্টা এ.কে.এম আবদুল কাদির ভূঞা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিল্পী আবুল হাসেম,জসিমউদ্দীন হিরু,আবুল কালাম আজাদ,শাহীন আহমদ,কায়েস,জহিরুল হাসান রুবেল,তাসলিমা নিঝুম,গীতিকার বিনয় সরকার,নাট্যভিনেতা আব্দুল ওয়াহাব,বাউল হারিছ মোহাম্মদ,এসএম জাহাঙ্গীর আলম,প্রভাষক সারোয়ার জাহান প্রমুখ।
সংস্কৃতি মঞ্চের ও অন্যান্য শিল্পীদের মন মাতানো অসংখ্য গান পরিবেশনার পর সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Leave a Reply