আজ ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

করিমগঞ্জে বিদ্যালয় বন্ধ ঘোষণা ও হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন।

(নিজস্ব প্রতিবেদন)কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার খামার দেহুন্দা একাডেমির প্রধান শিক্ষককে হযরত আলী গ্যাং হত্যার হুমকি,শিক্ষকদের উপর হামলা,বিদ্যালয় বন্ধ ঘোষণা, প্রধান শিক্ষক কর্তৃক দায়েরকৃত মামলা প্রত্যাহার ও চার লাখ টাকা চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন করেছে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।মঙ্গলবার(৩০ এপ্রিল) সকাল ১০টায় খামার দেহুন্দা একাডেমি চত্বরে এ মানববন্ধন হয়।

প্রধান শিক্ষক আব্দুর রউফ বলেন-আমার প্রতিষ্ঠানটি স্থাপিত ২০১১ সালে।শুরু থেকে এখন পর্যন্ত অনেকবার সাফল্য বয়ে এনেছে উপজেলার মধ্যে। প্রতিবছর সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে ২১শে ফেব্রুয়ারী পালন করে থাকি।২০১৪ সালে বাঁশ ও বেত দিয়ে শহীর মিনার স্থাপন করেছি।রাত ১২টার পর কে বা কারা শহীদ মিনারটি ভেঙে ফেলে।এই ঘটনার পর থেকে কিছুদিন পরপর শ্রেণীকক্ষে পায়খানা, টিউবওয়েলে বালি ও পাথর ফেলে রাখে।প্রকাশ্যে আসে ২০২০ সালের দিকে।গত বছরের ২৪ ফেব্রুয়ারি বিদ্যালয়ের মাঠে সালিশ বসে।সালিশ চলাকালে আমাকে আক্রমণ করে। তাছাড়াও প্রতিষ্ঠানের সাইনবোর্ড, বেঞ্চ ভাংচুর করে। দরবার থেকে উঠে আসা এক ভদ্রলোক ও পাশের বাড়ির মহিলারা আমাকে রক্ষা করতে গিয়ে গুরুতর আহত হয়।এ বিষয়ে মামলা চলমান।আসামীরা হলেন-সুরাফ(৬০),হযরত আলী(৩৫),রাসেল মিয়া(২৭),সবুজ মিয়া(২৩),শাহনেওয়াজ(৫২),সরুফা(৫২),আমেনা(৪০),ইয়াসমিন(৩২),জেসমিন(২৫)।প্রায়ই মামলাটি প্রত্যাহারের জন্য চাপ এমনকি প্রাণনাশের হুমকি দেয়।মামলা প্রত্যাহার না করায় চলতি বছরের ১২ই মার্চ বিদ্যালয় বন্ধের প্রচেষ্টা চালায়।প্রকাশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণ ছোটাছুটি করে।থানায় এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের জানানো হলে তারা এসে হযরত আলীর দেওয়া বেড়াটি খুলে দিয়ে প্রধান শিক্ষককে প্রতিষ্ঠান চালানোর পরামর্শ দেন পূর্বের ন্যায়।গত সোমবার (২৯ এপ্রিল)আমি অফিসকক্ষ থেকে বের হয়ে শ্রেণীকক্ষে যাওয়ার মুহূর্তে হযরত আলী,সুরাফ,রাসেল মিয়া দেশীয় অস্ত্রশস্ত্রসহ আমাকে আক্রমণ করে।তাদের দাবি ৪লাখ টাকা চাঁদা ও মামলা প্রত্যাহার না করলে প্রতিষ্ঠান চালাতে দিবে না।৯৯৯ লাইনে কল করলে পুলিশ আসে।বিষয়টি সম্পর্কে স্থানীয় মেম্বার,চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অবগত আছেন।
তিনি আরো বলেন-যেকোন সময় আমি এদের আক্রমণের স্বীকার হতে পারি।আমি প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বারংবার ঘটে যাওয়া এই নারকীয় ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category