আজ ১লা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

কিশোরগঞ্জের করিমগঞ্জে  গাছ পড়ে ৫ বছরের সন্তানসহ অন্তঃসত্ত্বা নারী নিহত

গাছচাপায় নিহত নারীর নাম রুপ তারা (৪৫) এবং তাঁর ছেলের নাম তাইজুল (৫)। রূপ তারা করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর হাজীপাড়ার ঘোনারবাড়ী গ্রামের কৃষক আ. কাইয়ুমের স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতে খাওয়াদাওয়ার পর নিজেদের দোচালা টিনের ঘরে ঘুমিয়ে ছিলেন রুপ তারা ও তাঁর ছেলে তাইজুল। স্বামী আ. কাইয়ুম তখন ধান কাটার জন্য ছিলেন হাওরে। রাত সাড়ে ১১টার দিকে কালবৈশাখী শুরু হলে একটি বড় রঙ্গিলা কাঠগাছ বসতঘরের ওপর এসে পড়ে। এতে ঘরটি দুমড়ে-মুচড়ে গিয়ে গাছের নিচে চাপা পড়ে তাঁদের মৃত্যু হয়।

কৃষক আ. কাইয়ুম বলেন, ‘আমার স্ত্রী ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিল। কিছুদিন পরে আমার সন্তান এই পৃথিবীতে আসত। আমার ছোট ছেলেটার বয়স পাঁচ বছর। কালবৈশাখী ঝড় আমার জীবনে কাল হয়ে এল। আমি আমার স্ত্রী-সন্তান ছাড়া কীভাবে বাঁচব!’

করিমগঞ্জ থানার ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। রুপ ও তাইজুলকে উদ্ধার করে প্রেসিডেন্ট আ. হামিদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রুপ ও তাইজুলকে মৃত ঘোষণা করে। কোনো ধরনের অভিযোগ না থাকায় রুপ ও তাইজুলের মরদেহ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     More News Of This Category